Maldah Death: একদিকে ছিটকে পড়ল গলা, অন্যদিকে শরীর, শ্রমিকের পরিণতি দেখে গায়ে কাঁটা দিল

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 18, 2023 | 2:17 PM

Maldah: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি নাম সারিফুল (৪০)। সোমবার সকালে তিনি বাড়ি থেকে কাঠ মিলে নিয়ে আসেন। এরপরই হঠাৎ দেখতে পাওয়া যায় তাঁর গলা কাটা। একদিকে মাথা পড়ে রয়েছে, অপরদিকে শরীর। আর কারখানার মেঝে ভাসছে রক্তে।

Maldah Death: একদিকে ছিটকে পড়ল গলা, অন্যদিকে শরীর, শ্রমিকের পরিণতি দেখে গায়ে কাঁটা দিল
মালদহে শ্রমিকের ভয়াবহ মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: শিউরে ওঠার মতো ঘটনা মালদহে। কাঠমিলে কাঠ চেরাইয়ের সময় ধড় থেকে মাথা আলাদা হয়ে গেল শ্রমিকের। এক কথায় রক্তের বন্যায় ভেসে গেল যেন কারখানা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটছে মালদহর হরিশ্চন্দ্রপুর থানার মালিওর গ্রামে। তবে গ্রামবাসীদের দাবি এটি নিছক দুর্ঘটনা নয়। খুন করা হয়েছে তাঁকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি নাম সারিফুল (৪০)। সোমবার সকালে তিনি বাড়ি থেকে কাঠ মিলে নিয়ে আসেন। এরপরই হঠাৎ দেখতে পাওয়া যায় তাঁর গলা কাটা। একদিকে মাথা পড়ে রয়েছে, অপরদিকে শরীর। আর কারখানার মেঝে ভাসছে রক্তে। কর্তব্যরত শ্রমিকদের দাবি, কাঠ কাটার সময় কোনও ভাবে দুর্ঘটনা ঘটেছে আর তখনই মৃত্যু হয়েছে। কেউ আবার বলছে এটি আত্মহত্যা। তবে খুনের তত্ব তুলে ধরেছেন পরিবারের লোকজন। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে।

মৃতের ভাই হুমায়ুন কবীর বলেন, “আমরা অন্য কারখানায় কাজ করছিলাম। সেই সময় মিলে হঠাৎ শুনতে পাই আমার খুড়তুতো ভাই আত্মহত্যা করেছে। কেউ বলছে মিলে কাজের সময় দুর্ঘটনা ঘটেছে। ওর নাকি গলা কেটে পড়ে রয়েছে। যখন ঘটনাটি ঘটেছে সেই সময় মিলে কেউ ছিল না। মালিকও ছিল না। তবে আমার মনে হচ্ছে ওকে খুন করা হয়েছে। তাই যারা খুন করেছে তার যেন উপযুক্ত শাস্তি হয়।”

 

Next Article