মালদহ: মাছ চাষের পুকুর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ। একাধিক বাড়ি ভাঙচুর, আগুন। পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি মোটরবাইক। আহত দুই পক্ষের অন্তত তিন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের গাজোল থানার আকালপুর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ। আগুন নেভাচ্ছে দমকল।
জানা গিয়েছে, গাজোলের শ্যামপুর গ্রামে দু’টি মাছ পুকুরের দখল নিয়ে বেশ কিছুদিন ধরে আকালপুর গ্রামের পরেশ সরকার, বিশ্বনাথ সরকারের দলের সঙ্গে বিবাদ চলছিল পাশের শ্যামপুর গ্রামের লালচাঁদ প্রামাণিক, সুরজিৎ প্রামানিকদের। দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সোমবার সেই বিবাদ ওঠে চরমে।
এরইমধ্যে গতকাল শ্যামপুর গ্রামের বাসিন্দা লালচাঁদ প্রামাণিকের ওপর হামলা চালায় পরেশ সরকারের দলবল। মঙ্গলবার সকালে শ্যামপুর গ্রামের বাসিন্দা সুরজিৎ ও মনোজের ওপরেও হামলা হয় বলে অভিযোগ। সকালে এই হামলার প্রতিবাদ করে শ্যামপুর গ্রামের লোকজন আকালপুর গ্রামের পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বাড়িতে হামলা চালায়। বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক বাড়ি। একাধিক জন আহত হয়েছেন। এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। গ্রাম ঘিরে রেছেছে পুলিশ।