মালদা: সালিশি সভায় চলল গুলি। সালিশি সভা চলাকালীনই এলোপাথাড়ি গুলি ছোড়ার অভিযোগ উঠল অভিযুক্তের বিরুদ্ধে। গুরুতর জখম হয়েছেন এক কিশোর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার যাত্রা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হান্না মোহাম্মদপুর গ্রামে। আহত যুবক আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে জখম কিশোরের নাম নায়েম আলি (১৪)। বাবা মাসিদুর আলী। এদিন রাতে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল সে। তখন গুলি এসে লাগে তার গায়ে। এছাড়াও ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আরও দুজন। এই ঘটনায় মূল অভিযুক্ত যুবকের নাম রশিদুল শেখ। জানা গিয়েছে, রশিদুল গত শুক্রবার গ্রামের এক মহিলার বাড়িতে ঢুকে পড়ে। তা নিয়েই সমস্যার সূত্রপাত। ঝামেলা মেটাতে গ্রামে সালিশি সভা বসে।
অভিযুক্ত সহ গ্রামের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন এই সালিশিতে। ওই যুবককে চার লক্ষ টাকার জরিমানা করা হয়। কিন্তু তা মানতে নারাজ ছিলেন অভিযুক্ত রশিদুল। সূত্রের খবর, সালিশি সভা থেকে উঠে বাড়ি পালাচ্ছিল সে। সেই সময় অন্যান্যরা তাকে আটকানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময় পকেট থেকে বন্দুক বার করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। তার গুলির আঘাতে আহত হয় ওই কিশোর। তার পায়ে গুলি লেগেছে।
স্থানীয় বাসিন্দারাই আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। তদন্ত নেমেছে মালদা থানার পুলিশ।