Maldah River: বিপদসীমা ছুঁইছুঁই, ফুঁসছে মহানন্দা, মালদহ শহরও খাচ্ছে হাবুডুবু

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 05, 2023 | 12:03 PM

Maldah River: শহরের বেশ কিছু হাই স্কুল,প্রাথমিক স্কুল জলবন্দি। আগে থেকেই আবহাওয়া দফতর জারি করেছিল মালদহ জেলাকে লাল সংকেত। আর আবহাওয়া দপ্তরে কথা অনুযায়ী বুধবার সারারাত ধরে টানা বৃষ্টির জেরে বানভাসি মালদহ শহর।

Maldah River: বিপদসীমা ছুঁইছুঁই, ফুঁসছে মহানন্দা, মালদহ শহরও খাচ্ছে হাবুডুবু
মালদহে বন্যা পরিস্থিতি
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ: টানা বৃষ্টিতে মালদহ শহর জুড়ে বন্যা পরিস্থিতি। মহানন্দা নদী ফুঁসছে, শহরের জল বেরোনোর পথ নেই। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই জলবন্দি মালদহ শহর। জলমগ্ন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, অ্যাকাডেমিক, হোস্টেল থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ইমার্জেন্সি সবই জল মগ্ন। চত্বরে একহাঁটু জল।

শহরের বেশ কিছু হাই স্কুল,প্রাথমিক স্কুল জলবন্দি। আগে থেকেই আবহাওয়া দফতর জারি করেছিল মালদহ জেলাকে লাল সংকেত। আর আবহাওয়া দপ্তরে কথা অনুযায়ী বুধবার সারারাত ধরে টানা বৃষ্টির জেরে বানভাসি মালদহ শহর।

বিশেষ করে ইংরেজবাজার পৌরসভার ৩,৪ নম্বর ওয়ার্ড ২৫ নম্বর ওয়ার্ড ২৯ নম্বর ওয়ার্ড ২৪ নম্বর ওয়ার্ড সহ ১১ ১২ ১০ নম্বর ওয়ার্ড জলে ভাসছে। জলে ডুবেছে মালদা জেলা হাই স্কুল এবং ঠাকুর অনুকূলচন্দ্র হাই স্কুল।

সব থেকে বেশি সঙ্কটজনক বামনগোলার দুটি পঞ্চায়েত। বাঁধগুলিতে ফাটল ধরেছে।  কিছু কিছু ক্ষেত্রে মাটি, বালির বস্তা দিয়ে তা আটকানোর চেষ্টা চলছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে তা ব্যর্থ প্রয়াস। জলের তোড়ে ভেসে যাচ্ছে সব।

কোথাও কোথাও আবার দোতলা বাড়ি সমান জল। চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে নদী। মালদহ ও দুই দিনাজপুরের নদী তীরবর্তী এলাকাগুলির অবস্থা ভয়ঙ্ক। বহু মানুষ আশ্রয় নিয়েছেন ফ্লাড সেন্টারে। সেচ দফতরের দাবি, মালদহে গঙ্গা, ফুলহার, মহানন্দা নদীর জলস্তর বাড়ছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ত্রাণশিবিরের ব্যবস্থা করা হয়েছে। ফ্লাড সেল্টার খুলে কয়েক হাজার মানুষের ত্রাণ, ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে।

Next Article