Bomb Blast: বিস্ফোরণে কাঁপল কালিয়াচক, পরিত্যক্ত বাড়িতে বোমা রাখল কারা?

Subhotosh Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Oct 05, 2023 | 4:44 PM

Kaliachak: কালিয়াচক-১ ব্লকের নওদা যদুপুর গ্রামপঞ্চায়েতের শালিপুর সাতঘরিয়া গ্রামে এই বিস্ফোরণ হয়। যাঁর বাড়িতে বিস্ফোরণ, সেই সার্জেন শেখ দীর্ঘদিন ধরে পলাতক। নানারকম দুষ্কৃর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বেশ কয়েক বছর ধরে খোঁজ নেই তাঁর।

Bomb Blast: বিস্ফোরণে কাঁপল কালিয়াচক, পরিত্যক্ত বাড়িতে বোমা রাখল কারা?
মালদহে বিস্ফোরণ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ: বিস্ফোরণে কেঁপে উঠল কালিয়াচক। দীর্ঘদিন ধরে পলাতক সার্জেন শেখের বাড়িতে এই বিস্ফোরণ হয়। এলাকাবাসীর দাবি, এই সার্জেন শেখ এক সময় কংগ্রেস করতেন। পরে তৃণমূলের কর্মী হিসাবে কাজ করা শুরু করেন। সেই বাড়িতেই বৃহস্পতিবার বিস্ফোরণ হয়। এলাকাবাসীর অনুমান, বোমা বা বিস্ফোরক মজুত করা ছিল ওই বাড়িতে।

বৃহস্পতিবার সাত সকালে বিকট আওয়াছে কেঁপে ওঠে এলাকা। পুলিশ জানিয়েছে, বাড়িতে কেউ থাকত না। এলাকার এক বাসিন্দা রাজীব শেখ বলেন, সার্জেন শেখ বা তাঁর পরিবারের কেউ এখানে থাকেন না। দীর্ঘদিন ধরেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরা এখানে বোমা মজুত করছিল। তা থেকেই বিস্ফোরণ হতে পারে। রাজীব বলেন, “এই ঘটনায় বাড়ির মালিককে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সবটাই পুলিশকে জানিয়েছি।”

কালিয়াচক থানার নওদা যদুপুর গ্রামপঞ্চায়েতের শালিপুর সাতঘরিয়া গ্রামে এই বিস্ফোরণ হয়। যাঁর বাড়িতে বিস্ফোরণ, সেই সার্জেন শেখ দীর্ঘদিন ধরে পলাতক। নানারকম দুষ্কৃর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বেশ কয়েক বছর ধরে খোঁজ নেই তাঁর।এলাকার লোকজনই জানান, এক সময় কংগ্রেস করলেও পরে যোগ দেন তৃণমূলে। যদিও তৃণমূল তা মানতে চায়নি। শাসকদলের বক্তব্য, এরা সমাজবিরোধী। মূলত নানা অপরাধ করে রাজনীতির ছত্রছায়ায় আসতে এসব বলে।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, বাড়িটি পরিত্যক্ত। কীভাবে এখানে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, আগে থেকেই এখানে বিস্ফোরক রাখা ছিল। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, সার্জেন শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কালিয়াচক থানায়। গত ৭ থেকে ৮ বছর ধরে পলাতক তিনি।

Next Article