মালদহ: পুজোর আর বেশিদিন বাকি নেই। দিকে দিকে প্রস্তুতিও চোখে পড়ছে। আর পুজোর আবহে উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে হাতে হাত পালস ক্যান্ডি ও টিভিনাইন বাংলার। তাদেরই উদ্যোগ ‘পুজোয় পালস’। পুজোয় পালস একটি সুসজ্জিত ট্যাবলো। যা পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়। এবার মালদহে পুজোর পালস।
এবার আশ্বিনের শারদপ্রাতে পুজো নয়। কার্তিক মাসে দুর্গাপুজো। আশ্বিনভর আকাশের মুখ শুধুই ভার। তবে এরইমধ্যে পুজোর উন্মাদনা ছড়াতে রাজ্যের ২২টি শহরে ঘুরছে পুজোয় পালস ট্যাবলো।
ট্যাবলোয় আছে প্রচুর পালস ক্যান্ডি। তবে ক্যান্ডির সংখ্যা কত, তা অনুমান করতে পারলেই থাকছে পুরস্কার। ট্যাবলোয় একটি কিউআর কোডও আছে। তা স্ক্যান করে নাম, ঠিকানা লিখে দিতে হবে। সব শহরের ঘোরার পর হবে লটারি। সেখানে যাদের নাম উঠবে, তারা পাবে চার চাকার গাড়ি কিংবা মোটরবাইক, স্কুটি।
মালদহে পুজোয় পালস পৌঁছতেই শহরবাসীর উন্মাদনা চোখে পড়ল। এমনিতেই সুস্বাদু পালস ক্যান্ডি। তার উপর আবার সহজ প্রশ্নের জবাব দিয়ে ব্র্যান্ড নিউ গাড়ি জেতার সুযোগ যেন সোনায় সোহাগা। ছাড়তে চাননি কেউই। আর অংশগ্রহণ করলেই থাকছে উপহারও।
মালদহ: পুজোর আর বেশিদিন বাকি নেই। দিকে দিকে প্রস্তুতিও চোখে পড়ছে। আর পুজোর আবহে উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে হাতে হাত পালস ক্যান্ডি ও টিভিনাইন বাংলার। তাদেরই উদ্যোগ ‘পুজোয় পালস’। পুজোয় পালস একটি সুসজ্জিত ট্যাবলো। যা পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়। এবার মালদহে পুজোর পালস।
এবার আশ্বিনের শারদপ্রাতে পুজো নয়। কার্তিক মাসে দুর্গাপুজো। আশ্বিনভর আকাশের মুখ শুধুই ভার। তবে এরইমধ্যে পুজোর উন্মাদনা ছড়াতে রাজ্যের ২২টি শহরে ঘুরছে পুজোয় পালস ট্যাবলো।
ট্যাবলোয় আছে প্রচুর পালস ক্যান্ডি। তবে ক্যান্ডির সংখ্যা কত, তা অনুমান করতে পারলেই থাকছে পুরস্কার। ট্যাবলোয় একটি কিউআর কোডও আছে। তা স্ক্যান করে নাম, ঠিকানা লিখে দিতে হবে। সব শহরের ঘোরার পর হবে লটারি। সেখানে যাদের নাম উঠবে, তারা পাবে চার চাকার গাড়ি কিংবা মোটরবাইক, স্কুটি।
মালদহে পুজোয় পালস পৌঁছতেই শহরবাসীর উন্মাদনা চোখে পড়ল। এমনিতেই সুস্বাদু পালস ক্যান্ডি। তার উপর আবার সহজ প্রশ্নের জবাব দিয়ে ব্র্যান্ড নিউ গাড়ি জেতার সুযোগ যেন সোনায় সোহাগা। ছাড়তে চাননি কেউই। আর অংশগ্রহণ করলেই থাকছে উপহারও।