মালদহ: স্কুলগুলিতে চলছে একাদশ-দ্বাদশ শ্রেণির টেস্ট। সেই পরীক্ষা চলাকালীন স্কুলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব। এই ঘটনায় আহত চার পড়ুয়া। তাঁদের ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, মালদহ শহরের সিমেট্রি রোড় এলাকায় রয়েছে মালদহ মডেল মাদ্রাসা। জানা যায়, শনিবার দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন দশম শ্রেণির এক পড়ুয়ার সঙ্গে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের ব্যাগ দিয়ে বেঞ্চ মোছা নিয়ে গন্ডগোল হয়। ব্যাগ দিয়ে কেন বেঞ্চ মোছা হল, সেই প্রশ্ন তোলে। অভিযোগ, এরপর দশম শ্রেণির সেই ছাত্র ফোন করে বহিরাগত দাদাদের স্কুলে ডাকে।
পরীক্ষা শেষ হতেই গোটা স্কুল ক্যাম্পাস জুড়ে বহিরাগতরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। গোটা ঘটনায় ওই দ্বাদশ শ্রেণির ছাত্রসহ মোট চার জন আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ দিকে যদিও এই ঘটনা সত্যতা স্বীকার করে নিয়েছেন ওই মাদ্রাসা কর্তৃপক্ষ।