Maldah: ১৫ জনের তালিকা ইতিমধ্যেই হাতে এসেছে, ঢোকার চেষ্টায় জঙ্গিরাও! BSF, শুল্ক দফতরের বিস্ফোরক তথ্য

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 09, 2024 | 7:27 PM

Maldah: পাশাপাশি আরও একটি তালিকা আসার সম্ভাবনা রয়েছে, তাতে বাংলাদেশের কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি, অপরাধীরা ঢুকতে পারে বলে খবর। বিস্ফোরক দাবি শুল্ক দফতরের এক অধিকর্তার।

Maldah: ১৫ জনের তালিকা ইতিমধ্যেই হাতে এসেছে, ঢোকার চেষ্টায় জঙ্গিরাও! BSF, শুল্ক দফতরের বিস্ফোরক তথ্য
সীমান্তে কড়া নজরদারি
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ:  অনুপ্রবেশ বিশেষ করে জঙ্গিদের ঢোকা নিয়ে সীমান্ত এলাকায় জারি হয়েছে হাই অ্যালার্ট। সূত্রের খবর, ইতিমধ্যেই বিএসএফের কাছে ১৫ জনের তালিকা রয়েছে, সেই তালিকা পৌঁছেছে শুল্ক দফতরের কাছেও। যাঁরা সীমান্ত সংলগ্ন এলাকাতেই রয়েছেন। এই ১৫ জনই বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।  যে কোনও সময় তাঁরা ভারতে ঢুকতে পারেন।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই ১৫ জন মালদহ বা হিলি সীমান্ত দিয়ে ঢুকতে পারেন। যাঁদের মধ্যে জামাত জঙ্গি থাকতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। এছাড়াও ধারণা করা হচ্ছে, তাঁদের মধ্যে কয়েকজন রয়েছেন, যাঁরা আবার প্রাণভয়ে ভারতে ঢুকতে চাইছেন।

পাশাপাশি আরও একটি তালিকা আসার সম্ভাবনা রয়েছে, তাতে বাংলাদেশের কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি, অপরাধীরা ঢুকতে পারে বলে খবর। বিস্ফোরক দাবি শুল্ক দফতরের এক অধিকর্তার। সেই আধিকারিকের স্পষ্ট বক্তব্য, “এটা ছাত্র আন্দোলন নয়। এর পিছেনে জামাতি সন্ত্রাসবাদীরাও আছে। আর মালদহ সংলগ্ন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ এলাকায় জামাতদের সংখ্যাই বেশি। ফলে মালদহ-সহ বাংলাদেশের এইসব এলাকাকে আশ্রয় করে অন্যত্র হামলা বা সন্ত্রাসবাদী কার্যকলাপ করে।”

অন্যদিকে, বাংলাদেশ থেকে আসা বা বাংলাদেশে যাওয়া বহু মানুষও এটাই দাবি করছেন। বাংলাদেশের পরিস্থিতি এখনও তপ্ত। চলছে ভাঙচুর, লুঠতরাজ। আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন সেদেশের একাংশ বাসিন্দা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই ভারতের সীমান্তগুলিতে হাই অ্যালার্ট জারি হয়েছে। চলছে কড়া নজরদারি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article