Maldah: ‘পিছনে বড় মাথা রয়েছে…’, মালদহে তৃণমূল কাউন্সিলর খুনেও বিহার যোগ, গ্রেফতার ২

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 02, 2025 | 6:02 PM

Maldah: বৃহস্পতিবার সকালে তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারকে গুলি করা হয়। এই ঘটনায় পুলিশকে তোপ দেগেছেন খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরই ফিরহাদ হাকিমকে মালদহে পাঠান মুখ্যমন্ত্রী।

Maldah: পিছনে বড় মাথা রয়েছে..., মালদহে তৃণমূল কাউন্সিলর খুনেও বিহার যোগ, গ্রেফতার ২
গুলি করার মুহূর্তের ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ: মালদহে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের অভিযোগে গ্রেফতার ২। ধৃতদের এক জন বিহারের বাসিন্দা, অপরজনের বাড়ি ইংরেজবাজারে। মালদহ থেকেই তাঁদের গ্রেফতার করা হয়। জানালেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন।  তবে তৃণমূল কাউন্সিলর খুনের পিছনে বড় কোনও মাথা রয়েছে বলে দাবি মন্ত্রী ফিরহাদ হাকিমের। তিনি বলেন, “এই খুনের পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। পেছনে বড় মাথা আছে। দ্রুত তদন্ত করে সেই ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করতে হবে।”

বৃহস্পতিবার সকালে তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারকে গুলি করা হয়। এই ঘটনায় পুলিশকে তোপ দেগেছেন খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরই ফিরহাদ হাকিমকে মালদহে পাঠান মুখ্যমন্ত্রী।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা যায়, দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন দুলাল। দুই যুবক মুখে মাফলার পেঁচিয়ে সামনে আসেন। বন্দুক ছিল তাঁদের হাতে। দেখেন দৌড়ে দোকানের ভিতর পালিয়ে আসার চেষ্টা করেন দুলাল। ওই দুই যুবকও গুলি চালাতে চালাতে দোকানের ভিতর ঢুকে পড়েন। একজন বন্দুকের ট্রিগার চিপলেও গুলি বের হয় না। অপর জন গুলি চালান। একটি গুলি মাথা ফুঁড়ে যায় দুলালের। দোকানের ভিতরেই লুটিয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Next Article