Malda medical college: ধোঁয়ায় ঢেকে গেল মালদা মেডিক্যালের মাতৃমা বিভাগ, চিৎকার, আতঙ্কে হুলস্থুল কাণ্ড

Subhotosh Bhattacharya | Edited By: সঞ্জয় পাইকার

Jan 02, 2025 | 4:07 PM

Malda medical college: মালদা মেডিক্যালে আগুন লাগার খবর পেয়েই আসে দমকলের একটি ইঞ্জিন। হাসপাতালের কর্মীরাও আগুন নেভানোর কাজ শুরু করেন। শিশু ও প্রসূতিদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন রোগীর পরিজনরাও।

Malda medical college: ধোঁয়ায় ঢেকে গেল মালদা মেডিক্যালের মাতৃমা বিভাগ, চিৎকার, আতঙ্কে হুলস্থুল কাণ্ড
আগুনের জেরে আতঙ্ক ছড়ায় মালদা মেডিক্যাল কলেজে

Follow Us

মালদা: মালদা মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে আগুন। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বৃহস্পতিবার এই ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগীর পরিজনদের মধ্যে। শুরু হয় হুড়োহুড়ি। সরানো হয় প্রসূতি ও সদ্যোজাতদের। খবর পেয়ে আসে দমকলের একটি ইঞ্জিন।

এদিন বিকেলে আচমকা আগুন লাগে মাতৃমা বিভাগের সামনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই আসে দমকলের একটি ইঞ্জিন। হাসপাতালের কর্মীরাও আগুন নেভানোর কাজ শুরু করেন। শিশু ও প্রসূতিদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন রোগীর পরিজনরাও। বেশ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের জেরে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, সিগারেটের আগুন থেকে মাতৃমা বিভাগের সামনে বর্জ্যে আগুন লেগে থাকতে পারে। সেখান থেকেই আগুন ছড়িয়েছে বলে অনেকে মনে করছেন। শর্টসার্কিটের জেরে এই আগুন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতালে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। রোগীদের পরিজনরা বলছেন, আগুন নেভাতে দ্রুত পদক্ষেপ করায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল।

এই খবরটিও পড়ুন

 

Next Article