AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন পথে ভারতে ঢুকেছিলেন চিনা গুপ্তচর? রাজ্য পুলিশের কাছে থেকে তদন্তভার হাতে নিল STF

মালদা সীমান্তে ধৃত চিনা গুপ্তচর (Chinese Spy) হান জুনেইকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। হানের শরীরে কি ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে? জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিকে, চিনা-চর কাণ্ডে এবার তদন্তভার হাতে নিল এসটিএফ (STF)।

কোন পথে ভারতে ঢুকেছিলেন চিনা গুপ্তচর? রাজ্য পুলিশের কাছে থেকে তদন্তভার হাতে নিল STF
ফাইল চিত্র।
| Updated on: Jun 16, 2021 | 8:24 AM
Share

মালদা: চিনের নাগরিক। কিন্তু কোন পথে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিলেন হান? কোন পথে অনুপ্রবেশের চেষ্টা? মালদা সীমান্তে ধৃত চিনা গুপ্তচর (Chinese Spy) হান জুনেইকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। হানের শরীরে কি ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে? জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিকে, চিনা-চর কাণ্ডে এবার তদন্তভার হাতে নিল এসটিএফ (STF)। হান সংক্রান্ত সমস্ত নথি এসটিএফের হাতে দিল জেলা পুলিশ। দেওয়া হয়েছে জেরা সংক্রান্ত রিপোর্টও। এসটিএফকে দেওয়া হচ্ছে হানের বয়ানের ভিডিয়ো রেকর্ডিংও।

পুনর্নির্মাণে হানের কথায় যথেষ্ট অসঙ্গতি পাওয়া গেছে। কেবলমাত্র আর্থিক প্রতারণা? নাকি হানের ভারতে আসার পিছনে রয়েছে আরও বড় কারন? সেই রহস্য ভেদ করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। হানের ল্যাপটপ ও আইফোনের পাসওয়ার্ড ক্রাক করার জন্য মান্দারিন ভাষা জানা ব্যক্তির খোঁজ করছে পুলিশ।

আরও পড়ুন: আঙ্কেলজি, দয়া করে আর ফিরবেন না…’, রাজ্যপালের দিল্লি সফরকে খোঁচা তৃণমূল সাংসদের

হানের ল্যাপটপ ও আইফোনের পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য মান্দারিন ভাষা জানা ব্যক্তির খোঁজ করছে পুলিশ। শরীরের ভিতরে কোনও ইলেকট্রনিক ডিভাইস রয়েছে কি না তা জানতে সিটি স্ক্যান করা হতে পারে হানের। হান কোনও সাধারণ ব্যক্তি নন বলেই মনে করছে পুলিশ। বড় কোনও উদ্দেশ্য নিয়েই ভারতে এসেছেন তিনি।