Dengue: মালদহ মেডিক্যালে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

Maldah: পরিবারের তরফে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন আকবর আলি। গ্রামীণ চিকিৎসককে দেখিয়ে ওষুধও খান। কিন্তু জ্বর কমেনি। এরপরই রবিবার মোথাবাড়ি বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আকবরকে।

Dengue: মালদহ মেডিক্যালে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
মালদহ মেডিক্যালে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2024 | 2:41 PM

মালদহ: ডেঙ্গি নিয়ে মালদহ মেডিক্যালে ভর্তি হয়েছিলেন ২৩ বছরের এক যুবক। সেখানেই মৃত্য়ু হয় তাঁর। নিহতের নাম মীর আকবর আলি। কালিয়াচক-২ ব্লকের মীরপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। ডেঙ্গিতে মৃত্যুর খবর সামনে আসতেই উদ্বেগ বেড়েছে এলাকায়।

পরিবারের তরফে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন আকবর আলি। গ্রামীণ চিকিৎসককে দেখিয়ে ওষুধও খান। কিন্তু জ্বর কমেনি। এরপরই রবিবার মোথাবাড়ি বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আকবরকে।

সোমবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখও রয়েছে। মালদহ মেডিক্যালের সুপার প্রসেনজিৎ বর ডেঙ্গি আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর কথা স্বীকারও করে নিয়েছেন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎকুমার বর বলেন, “ডেঙ্গি নিয়ে ভর্তি হয়েছিলেন ২৩ তারিখ। পরদিন মারা যান। শকড সিনড্রম ছিল। ভেন্টিলেশে ছিলেন। কার্ডিয়াক অ্যারেস্ট হয়।”

সাধারণত, ডেঙ্গি হ্যামারেজিক ফিভার ও ডেঙ্গি শক সিনড্রমের উপরই চিকিৎসকরা বিশেষ নজর দেন। একটায় শরীরের জল বেরিয়ে যায়, আরেকটায় প্লেটলেট কমে যায়। একেই এই মুহূর্তে মালদহ জেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এরইমধ্যে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। চলতি বছর মালদহে ১ হাজার ৭৩ জন ডেঙ্গি আক্রান্ত হন বলে খবর। কালিয়াচক, ইংরেজবাজার ও রতুয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক।