Malda: শুধুমাত্র মালদহে ৩১০০ জন HIV পজিটিভ, ৩০০ জনই নাবালক, উদ্বেগে স্বাস্থ্য দফতর
AIDS in Malda: সোমবার মালদহ জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, এদিন থেকে এইচআইভি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ করছে তারা। তৈরি করা হয়েছে, চিকিৎসকদের বিশেষ টিম। গর্ভবতীরা এইচআইভি আক্রান্ত হলে বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। শিশুদের ক্ষেত্রেও বিশেষ চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এই রোগ আর না ছড়ায়।

মালদহ: শুধুমাত্র মালদহ জেলায় এইচআইভি পজিটিভ বা এইডস-এ আক্রান্তের সংখ্যা ৩১০০। এর মধ্যে ৩০০ জন নাবালক, নাবালিকা রয়েছে, যাদের বয়স ১৫ বছরেরও কম। সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি এই তথ্য প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে মালদহ জেলা স্বাস্থ্য দফতরের।
মালদহের বহু গ্রামে বহু মানুষের মৃত্যু হয়েছে কালাজ্বরে আক্রান্ত হয়ে। সে ক্ষেত্রে অনেক রোগীকেই দেখা গিয়েছে তাঁরা এইচআইভি পজিটিভ। শুধু তাই নয়, টিবি রোগীদের খেত্রেও একই বিষয় ধরা পড়েছে। টিবি বা যক্ষায় আক্রান্ত হয়ে ওই জেলায় আজও মৃত্যু হচ্ছে অনেকের।
সোমবার মালদহ জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, এদিন থেকে এইচআইভি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ করছে তারা। তৈরি করা হয়েছে, চিকিৎসকদের বিশেষ টিম। গর্ভবতীরা এইচআইভি আক্রান্ত হলে বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। শিশুদের ক্ষেত্রেও বিশেষ চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এই রোগ আর না ছড়ায়। বিশেষ নজরদারি চালানো হচ্ছে এইজন্য।
পাশাপাশি মানুষকে সচেতন করা হবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সচেতন করতে প্রশাসন, পুরসভা, পঞ্চায়েতের সঙ্গে যৌথভাবে কাজ করছে স্বাস্থ্য দফতর। এছাড়াও স্বাস্থ্য দফতর মানুষকে সচেতন করতে ট্যাবলো বের করেছে। ওই আধিকারিক বলেন, “শুধু সুস্থ রাখাই লক্ষ্য নয়, আগামিদিনে এইডস-মুক্ত পৃথিবী গড়াই লক্ষ্য।”
