AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rose Valley Case: ‘অপারগ’ সেবি, রোজভ্যালির দায়িত্ব হস্তান্তর করল হাইকোর্ট

Calcutta High Court: আদালতের নির্দেশ, আগামী তিন মাসের মধ্য়ে ওই সম্পত্তি এবং এডিসি কমিটি সংক্রান্ত ফরেন্সিক রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট দফতরকে। পাশাপাশি, পরবর্তী শুনানি অর্থাৎ ১১ ডিসেম্বর এই মামলায় কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেলকে প্রদত্ত দায়িত্ব সংক্রান্ত 'ফিডব্যাক' প্রদান করতে হবে।

Rose Valley Case: 'অপারগ' সেবি, রোজভ্যালির দায়িত্ব হস্তান্তর করল হাইকোর্ট
প্রতীকী ছবি (সংগৃহিত)Image Credit: সংগৃহিত (X)
| Edited By: | Updated on: Dec 05, 2025 | 12:02 AM
Share

কলকাতা: রোজভ্যালির টাকা ফেরানোর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে একটি কেন্দ্রীয় সংস্থাকে ফরেন্সিক অডিট করানোর দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। এর আগে দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে এই দায়িত্ব দিয়েছিল রাজ্যের উচ্চ আদালত। কিন্তু সেই দায়িত্বভার গ্রহণে অপারগ সেবি, আদালতকে প্রতিনিধি পাঠিয়ে আগেই জানিয়ে দিয়েছিল তাঁরা। তারপর বৃহস্পতিবার অবশেষে দায়িত্বের ‘হাত বদল’।

কয়েক মাস আগে যে দায়িত্ব পেয়েছিল সেবি। তা এবার গেল কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের কাছে। এদিন রোজভ্যালির টাকা ফেরত মামলার শুনানি চলাকালীন দায়িত্ব হস্তান্তর করল হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশ, আগামী তিন মাসের মধ্য়ে ওই সম্পত্তি এবং এডিসি কমিটি সংক্রান্ত ফরেন্সিক রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট দফতরকে। পাশাপাশি, পরবর্তী শুনানি অর্থাৎ ১১ ডিসেম্বর এই মামলায় কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেলকে প্রদত্ত দায়িত্ব সংক্রান্ত ‘ফিডব্যাক’ প্রদান করতে হবে।

কিন্তু কোন সূত্র ধরে হাত গুটিয়েছিল সেবি? গত অক্টোবার মাসের শুনানিতেই ফরেন্সিক অডিটের দায়িত্ব থেকে ‘সরে যাওয়ার’ কথা জানিয়েছিল সেবি। ‘দক্ষ লোকের অভাব থাকায়’ এই কাজে করতে তাঁরা ‘অপারগ’ বলেই জানিয়েছিল আদালতকে। সেই সময় বিচারপতি ভরদ্বাজ বলেছিলেন, ‘সেবি অনিচ্ছুক বলে তো আদালত চুপ করে বসে থাকতে পারবে না। তাই এ ব্যাপারে তদন্ত করাতেই হবে।’ এরপর এক মাসের ব্যবধান। দায়িত্বের হস্তান্তর করল আদালত।