AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda Accident: বাড়ির ভিতর হুড়মুড়িয়ে ঢুকে পড়ল গাড়ি, পিষে মৃত্যু ৬ বছরের ফুটফুটে শিশুর, আশঙ্কাজনক মা-ও

Malda: আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন মা-ও। বুধবার রাতের এই ঘটনায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় মালদার আরাপুর, কোতোয়ালি এলাকা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িতেও হামলা চালানোর অভিযোগ। মালদহর ইংরেজবাজার থানার কোতুয়ালির আরাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

Malda Accident: বাড়ির ভিতর হুড়মুড়িয়ে ঢুকে পড়ল গাড়ি, পিষে মৃত্যু ৬ বছরের ফুটফুটে শিশুর, আশঙ্কাজনক মা-ও
মৃত শিশুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 29, 2025 | 2:43 PM
Share

মালদহ: ভয়ঙ্কর দুর্ঘটনা মালদহে। অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ঢুকে পড়ল ঘরে। ঘরের মধ্যে থাকা ছয় বছরের শিশুর মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন মা-ও। বুধবার রাতের এই ঘটনায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় মালদার আরাপুর, কোতোয়ালি এলাকা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িতেও হামলা চালানোর অভিযোগ। মালদহর ইংরেজবাজার থানার কোতুয়ালির আরাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর শুক্রবার সকাল থেকে আজ শনিবার, এখনও থমথমে এলাকা।

জানা গিয়েছে, বুধবার একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরাপুর এলাকায় একটি গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় ঘরের ভিতর ছিল ছয় বছরের ছোট্ট দীপ পোদ্দার। অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তারপরই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। পিষে দেয় ছোট্ট শিশুটিকে। এই ঘটনায় গুরুতর ভাবে আহত হন শিশুর বাবা রতন পোদ্দার ও তাঁর মা বিন্দু পোদ্দার। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দীপের।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “পরশু দিন রাতে আমাদের এখানে মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি গাড়ি বেপরোয়া ভাবে বাড়ির ভিতর ঢুকে যায়। বাড়ির ভিতরে থাকা বাচ্চাটি মারা গিয়েছে। ওর মায়েরও পরিস্থিতি খারাপ। মহিলাকে রেফার করা হয়েছে হাসপাতালে। এই পরিস্থিতিতে আমরা সকলে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। খুবই মর্মান্তিক ঘটনা। যে চালক ছিল তাকে গ্রেফতার করা হয়েছে।”