TMC Clash: দলের কর্মীকে গুলি চালিয়ে শ্রীঘরে শাসকদলের ১!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 20, 2021 | 11:37 AM

Malda: অভিযুক্তের নাম রেজ়াউল করিম।

TMC Clash: দলের কর্মীকে গুলি চালিয়ে শ্রীঘরে শাসকদলের ১!
তৃণমূল কর্মী গ্রেফতার

Follow Us

মালদা: কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ। দলেরই এক কর্মীকে গুলি চালানোর ঘটনায় নাম জড়ায় এক তৃণমূল কর্মীর। অবশেষে তাকে গ্রেফতার করা হল। অভিযুক্তের নাম রেজ়াউল করিম।

গত ১৩ নভেম্বর হরিশ্চন্দ্র পুরের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে উনসাহ ও বসির দুই স্থানীয় তৃণমূল নেতার এলাকা দখল ও পঞ্চায়েতে নিজেদের গোষ্ঠীর সদস্যকে ক্ষমতায় আনাকে কেন্দ্র করে বিবাদ থেকে সংঘর্ষ হয়। যার জেরে চলে গুলি। গোলাগুলিতে আহত হন দলেরই এক নেতার দুই পুত্র তথা কর্মী। এলাকায় নামানো হল র‍্যাফ (RAF)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশচন্দ্রপুর এলাকার তৃণমূলের দুই দাপুটে নেতার নাম উনসাহার ও বাসির। কাতলামারী এলাকা কার দখলে থাকবে সেই নিয়ে বেশ কিছুদিন তাঁদের দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল চলছিল বলে খবর। তার পর সেই ঝামেলা তীব্র আকার ধারণ করে।

ওইদিনই বিকাল নাগাদ এলাকার দখল নিয়ে বচসা শুরু হয় দুই গোষ্ঠীর। এর পরই একে অপরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। ঘটনাস্থলে উপস্থিত বাসিরের দুই ছেলেই গুলিবিদ্ধ হন বলে খবর। গুরুতর আহত দুই জনকে প্রথমে এলাকার প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চাঁচল স্পেশালিটি হাসপাতাল থেকে এবং পরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁদের। আহতদের একজনের পেটে এবং অপরজনের পিঠে গুলি লেগেছে বলে খবর।

এদিকে অশান্তির খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে নামাতে হয় র‍্যাপিড অ্যাকশন ফোর্স- এর একটি কোম্পানিকেও। হরিশচন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় টহল দিচ্ছে। থমথমে হয়ে রয়েছে গোটা কাতলামারী এলাকা।

উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান নির্বাচন ঘিরে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে অবরুদ্ধ হয় মালদহের কালিয়াচকের জাতীয় সড়ক। সেই অবরোধ তুলতে গিয়ে পুলিশের দিকেই ধেয়ে আসে গুলি। পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। দুই পক্ষের গোলাগুলিতে আহত হন পুলিশ অফিসার, সিভিক ভলান্টিয়ার থেকে তৃণমূলের নেতারাও। সেই ঘটনার পরও টুকরো টুকরো গোষ্ঠীদ্বন্দ্বের খবর মিলেছে। ফের রক্তারক্তি কাণ্ড ঘটল হরিশচন্দ্রপুরে। যদিও এ নিয়ে জেলা শীর্ষ নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দেননি।

আরও পড়ুন: Parnasree Suicide: সারাদিনই ব্যস্ত থাকত ফোনে, তাই বকেছিলেন! ফাঁকা ঘরে মেয়েকে যেভাবে দেখলেন মা

 

Next Article