AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ‘২ বার বিষ খেয়েছি, তারপর বালিস চাপা দিয়ে ছেলেকে মেরেছি, পরে নিজেই নিজের গলা কেটেছি’

Malda: ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পারলে তড়িঘড়ি ওই শিশু এবং ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসা চলছে অভিযুক্ত ওই গৃহবধূর।

Malda: '২ বার বিষ খেয়েছি, তারপর বালিস চাপা দিয়ে ছেলেকে মেরেছি, পরে নিজেই নিজের গলা কেটেছি'
অভিযুক্ত মহিলাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 12, 2025 | 9:40 PM
Share

মালদহ: নিজের দু’বছরের শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুন। পরবর্তীতে বিষ খেয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহর গাজোল থানার অন্তর্গত করকচ গ্রাম পঞ্চায়েতের আহড়া গ্রামে। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পারলে তড়িঘড়ি ওই শিশু এবং ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসা চলছে অভিযুক্ত ওই গৃহবধূর।

পরিবার সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম গণকা সরকার (২২)। নিজের কর্মকাণ্ডের পুরো ঘটনা আবার স্বামীকে ফোন করে জানিয়েছেন ওই মহিলা। তারপর জানিয়েছেন প্রতিবেশীদেরও। এমনকি স্বীকারোক্তি দেন ক্যামেরার সামনেও। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় গাজোল থানার পুলিশ। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংশ্লিষ্ট ভিডিয়োয় মহিলাকে বলতে শোনা যাচ্ছে, “আমি আগে হাত কাটিনি। আগে বিষ খেয়েছি। তারপর গলা কেটেছি। আর ছেলেকে বালিস চাপা দিয়ে মেরেছি।” অভিযুক্তের স্বামী বলেন, “আমি তো কাজে গিয়েছি। সেই সময় আমায় ফোন করে। বলছে তোমার ছেলেকে মেরে ফেলেছি। আমি সঙ্গে-সঙ্গে ছুটে চলে এসেছি। আমি আর কিছুই বলতে পারব না। আমার সঙ্গে তো কোনও গণ্ডগোল হয়নি। তারপরও এইটা হল।”