Malda Murder: ঘুমের মধ্যেই ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ, মৃত্যু হল ছোটনের

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 24, 2024 | 4:06 PM

Malda Murder: মৃত যুবকের নাম ছোটন মাঝি (২৮)। পরিবার সূত্রে জানা গিয়েছে,অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাত্রিবেলা খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন ওই যুবক। রাত সাড়ে এগারোটা নাগাদ প্রতিবেশী সাগর মণ্ডল নামে এক যুবক বাড়িতে ঢোকে তাঁর।

Malda Murder: ঘুমের মধ্যেই ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ, মৃত্যু হল ছোটনের

Follow Us

মালদহ: গভীর রাতে বাড়িতে ঢুকে যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। ঘুমন্ত অবস্থায় বিছানাতেই এলোপাথাড়ি একের পর এক কোপ। অভিযুক্ত প্রতিবেশী পলাতক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার গোপালপুর ভেস্টপাড়া এলাকায়।

মৃত যুবকের নাম ছোটন মাঝি (২৮)। পরিবার সূত্রে জানা গিয়েছে,অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাত্রিবেলা খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন ওই যুবক। রাত সাড়ে এগারোটা নাগাদ প্রতিবেশী সাগর মণ্ডল নামে এক যুবক বাড়িতে ঢোকে তাঁর। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় ছোটনকে ধারাল হাঁসুয়া দিয়ে প্রথমে গলায় আঘাত করে এরপর সারা শরীরে এলোপাথাড়ি আঘাত করে।

আঘাতের জেরে চিৎকার শুরু করে ছোটন। তখনই অভিযুক্ত পালিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় আহতকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে গভীর রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন ভোররাতে মৃত্যু হয় ওই যুবকের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কী কারণে খুন তার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা বলেন, “শুনেছি একটা খুন হয়েছে। তবে এই সাগরকে কালকের পর থেকে আর পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে পালিয়ে গিয়েছে।”

Next Article