Rahul Gandhi: ‘হামলা হয়নি রাহুলের গাড়িতে’, বিতর্কে জল ঢেলে দিল কংগ্রেসের টুইট

Subhotosh Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Jan 31, 2024 | 7:33 PM

Rahul Gandhi: এদিন বাংলা-বিহার সীমান্তে যখন রাহুলের যাত্রা আসে সেই সময়েই ঘটে অঘটন। ভেঙে যায় রাহুলের গাড়ির কাচ। উইন্ড একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। তা নিয়েই ওঠে বিতর্কের ঝড়। পথে নামে কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

Rahul Gandhi: হামলা হয়নি রাহুলের গাড়িতে, বিতর্কে জল ঢেলে দিল কংগ্রেসের টুইট
বিতর্কের মধ্যে টুইট
Image Credit source: Facebook

Follow Us

মালদহ: ন্যায় যাত্রায় ভারতের গাড়িতে হামলার অভিযোগ। দিনভর তরজা রাজনৈতিক মহলে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শেষে সব বিতর্কে জল ঢেলে দিল কংগ্রেসেরই টুইট। সাফ লেখা হল, রাহুলকে দেখতে হঠাৎ এক মহিলা তাঁর গাড়ির সামনে চলে আসেন। আপৎকালীন ব্রেক কষার ফলে সুরক্ষা বলয়ের তারে লেগে এই বিপত্তি ঘটে। জাতীয় কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই নিয়ে টুইট করা হয়। তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। 

প্রসঙ্গত, এদিন বাংলা-বিহার সীমান্তে যখন রাহুলের যাত্রা আসে সেই সময়েই ঘটে অঘটন। ভেঙে যায় রাহুলের গাড়ির কাচ। উইন্ড একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। তা নিয়েই ওঠে বিতর্কের ঝড়। পথে নামে কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বুধবার সন্ধ্যায় বিক্ষোভ দেখায় জলপাইগুড়ির কংগ্রেস কর্মীরা। জেলা কংগ্রেস কার্যালয় থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে কোতোয়ালি থানায় সামনে আসেন কংগ্রেস কর্মীরা। চলে প্রতিবাদ। জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, “আজ মালদায় রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রার ওপর আক্রমণ হয়েছে। এর তীব্র নিন্দা করে রাজ্য সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই ভাবে রাহুল গান্ধী এবং কংগ্রেস দলকে আটকে রাখা যাবে না।”

অন্যদিকে হামলার অভিযোগ সামনে আসতেই বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছিল অধীরকে। বলেন, “বুঝে নিন কে ভেঙেছেন, যাঁরা ভাঙার, তাঁরাই ভেঙেছেন।” স্পষ্ট বলেন, “কোচবিহার থেকে হামলা শুরু হয়েছে।” সোজা কথায় বিহার নয়, রাহুলের যাত্রায় হামলা হয়েছে বাংলা থেকেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, তাঁর কথায় এটাই স্পষ্ট করতে চেয়েছেন অধীর। যদিও এরইমধ্যে এদিন দুপুর ২টো ৪৯ মিনিটে জাতীয় কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। সেখানেই আসল কারণ লেখা হয়। একইসঙ্গে এও লেখা হয়, জনগণের নেতা রাহুল গান্ধী মানুষের প্রতি অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচারের জন্য লড়াই করছেন। জনগণ তাদের সঙ্গে আছে, জনগণ তাদের নিরাপত্তা দিচ্ছে।

Next Article