Same Sex Marriage:শরীর নগন্য, ভালবাসাই শেষ কথা, কালীবাড়িতে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন দুই তরুণী

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 25, 2024 | 2:45 PM

Maldah: পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাস। পপির বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায়। প্রতিমার বাড়ি কালিয়াচক থানা এলাকায়। বছর খানেক আগে মোবাইলেই তাঁদের আলাপ।  প্রথম প্রথম বেশ কথা।

Same Sex Marriage:শরীর নগন্য, ভালবাসাই শেষ কথা, কালীবাড়িতে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন দুই তরুণী
মালদহে প্রতিমাকে বিয়ে করলেন পপি
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদা: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই তরুণী। মন্দিরে গিয়ে পপি মণ্ডল বিয়ে করলেন প্রতিমা বিশ্বাসকে। মালদার ইংরেজবাজার শহরের মেডিক্যাল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করলেন। আর এই ঘটনার সাক্ষী থাকলেন গোটা গ্রাম, আশপাশের গ্রামের মানুষ।

পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাস। পপির বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায়। প্রতিমার বাড়ি কালিয়াচক থানা এলাকায়। বছর খানেক আগে মোবাইলেই তাঁদের আলাপ।  প্রথম প্রথম বেশ কথা। সময় যত বাড়ে, মোবাইলে কল ডিউরেশনও বাড়তে থাকে সমানুপাতিক হারে। বন্ধুত্বে লাগে অন্য রঙের ছোঁয়া। তারপরই সারাজীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত।

বুধবার রাতে মালদহ ইংরেজবাজার শহরের হ্যান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

তবে এই বিয়েতে গোটা গ্রাম সাক্ষী থাকলেও, সাক্ষী থাকেনি পপি প্রতিমার বাড়ির লোক। তাঁরা মন থেকে মেনে নিতে পারেননি। প্রথমে দু’জনেই দুজনের বাড়িতে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ বোঝেননি। পরে একপ্রকার পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে ওই কালী মন্দিরে বিয়ে করে নেন। পপি জানালেন, সামাজিক সমালোচনার ভয় তাঁরা করেন না।  আর প্রতিমা বললেন, ‘ভালোবাসার জয় হয়েছে। আমরা অনেক করে বাড়িতে বুঝিয়েছিলাম। আমাদের কোনও কথাই শোনেনি।’ পপি বললেন, “পড়াশোনা করেছি। পৃথিবীতে কাজের অভাব হবে না। আমরা ঠিক কোনও না কোনওভাবে চালিয়ে নেব।”

Next Article