Malda: কোথায় কোথায় লুকানো বোমা? গ্রেফতারির পর পুলিশকে সব দেখিয়ে দিল অভিযুক্ত

Subhotosh Bhattacharya | Edited By: Soumya Saha

Oct 10, 2023 | 9:13 PM

Malda: কিছুদিন আগেই ওই এলাকার কংগ্রেস শেখ সইফুদ্দিনের ছেলে শামিম আখতারকে গ্রেফতার করেছিল পুলিশ। গত ৩ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এরপর পুলিশি হেফাজতে থাকাকালীন, শামিমের থেকে তথ্য সংগ্রহ করেন পুলিশকর্মীরা।

Malda: কোথায় কোথায় লুকানো বোমা? গ্রেফতারির পর পুলিশকে সব দেখিয়ে দিল অভিযুক্ত
মালদায় বোমা উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদা: মালদায় ফের বোমা উদ্ধার। মঙ্গলবার মালদার মানিকচকে একটি আমবাগান থেকে উদ্ধার হয়েছে আটটি বোমা। বম্ব স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে এসে ওই বোমাগুলিকে উদ্ধার করেন। কিছুদিন আগেই ওই এলাকার কংগ্রেস শেখ সইফুদ্দিনের ছেলে শামিম আখতারকে গ্রেফতার করেছিল পুলিশ। গত ৩ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এরপর পুলিশি হেফাজতে থাকাকালীন, শামিমের থেকে তথ্য সংগ্রহ করেন পুলিশকর্মীরা। সেই সূত্র ধরেই এদিন ধৃত শামিম আখতারকে নিয়ে চিহ্নিত এলাকাগুলিতে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানেই মানিকচকের গোপালপুরে বালুটোলা বাঁধমোড় এলাকা থেকে উদ্ধার হয় বোমা। একটি আমবাগানের মধ্যে লুকিয়ে রাখা ছিল বোমাগুলি।

উল্লেখ্য, মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এর আগেও বিভিন্ন সময়ে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। অক্টোবরের প্রথম সপ্তাহেই বিস্ফোরণ কেঁপে উঠেছিল মালদার কালিয়াচক। ওই ঘটনাতেও এলাকাবাসীরা দাবি করেছেন, বোমা মজুত করে রাখা ছিল ওই বাড়িতে। সেপ্টেম্বরের শেষের দিকে বালুটোলায় মজুত করে রাখা বোমা বিস্ফোরণে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। একের পর এক ঘটনায় বার বার প্রশ্ন উঠে গিয়েছে আমজনতার নিরাপত্তা নিয়ে। কী উদ্দেশে এত বোমা মজুত করে রাখা হচ্ছিল, সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহলে।

আর এসবের মধ্যেই বড় সাফল্য পেল পুলিশ। বালুটোলার বাঁধমোড় এলাকায় এক আমবাগান থেকে উদ্ধার হল আটটি বোমা। এদিন অভিযান চালানোর সময় একেবারে প্রস্তুতি নিয়েই রেখেছিল পুলিশ। প্রস্তুত রাখা হয়েছিল বম্ব স্কোয়াডকেও।  আমবাগান থেকে বোমার সন্ধান পাওয়া মাত্রই বম্ব স্কোয়াডের সদস্যরা সেগুলিকে উদ্ধার করেন। এলাকাবাসীদের আগে থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। এরপর ফাঁকা মাঠের মধ্যে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করেন বম্ব স্কোয়াডের সদস্যরা।

 

Next Article