Panchayat Elections 2023: তৃণমূলের বিজয় মিছিলে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

Subhotosh Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Jul 12, 2023 | 3:49 PM

Panchayat Vote: ভাবো গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রোজিনা বিবি। জয়ের খবর আসতেই এলাকায় বিজয় মিছিল বের করেছিলেন তাঁর স্বামী। সেই মিছিল থেকেই তৈরি হয় উত্তেজনা।

Panchayat Elections 2023: তৃণমূলের বিজয় মিছিলে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ
রক্ত ঝরল মালদহে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মালদা: ভোট (Panchayat Election 2023) মিটেছে। ফলও বেরিয়েছে। রক্তপাত কিন্তু থামছে না। অসমর্থিত সূত্রে খবর, ৮ জুন ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত বাংলায় ৩৫ দিনে মৃত্যু হয়েছে ৪৮ জনের। সংখ্যাটা এবার আরও বাড়ল। মালদহে (Malda) রাজনৈতিক হানাহানিতে মৃত্যু হল আরও এক কংগ্রেস কর্মীর। তাঁকে পিটিয়ে খুনের (Murder) অভিযোগ উঠল তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। এ ঘটনায় তৃণমূলের প্রার্থীও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। খুনের অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় আরও ৫ কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে খবর।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে মালদহের রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতে। এখানেই রামপুরে থাকতেন ফটিকুল হক (২৪)। তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। ভাবো গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রোজিনা বিবি। জয়ের খবর আসতেই এলাকায় বিজয় মিছিল বের করেন তাঁর স্বামী। উল্লাস মাতোয়ারা হন এলাকার ঘাসফুল সমর্থকেরা। ফাটতে থাকে বাজি। দেদার বাজি ফাটে ফটিকুলের বাড়ির সামনেও। তারই প্রতিবাদ করতে গেলে ফটিকুলের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে ঘাসফুল শিবিরের কর্মীদের বিরুদ্ধে। আরও অভিযোগ ওঠে, বেধড়ক মারধর করেন রোজিনা বিবির স্বামী। 

মারমুখী তৃণমূলের লোকজনের হাত থেকে ভাগ্নেকে বাঁচাতে আসেন ফটিকুলের মামা হবিবুর রহমান-সহ তাঁর বাড়ির সদস্যরা। তাঁদেরও বেধড়কর মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয় ফটিকুলের। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, “এটা পারিবারিক বিবাদের ঘটনা। এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই। আমাদের কালিমালিপ্ত করতেই তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে।”  

Next Article