মালদা: ফের রক্ত ঝরল মালদহে। মৃত্যু তৃণমূল (Trinamool Congress) কর্মীর। ঘটনায় ব্য়াপক উত্তেজনা মালদহের চাঁচল দুই নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের পরাণপুর এলাকায়। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর, ভোটের (Panchayat Election 2023) ফল প্রকাশের পর এলাকায় বিজয় মিছিলের আয়োজন করেন তৃণমূলের জয়ী প্রার্থী তারিকুল শেখ। অভিযোগ, তাঁর মিছিলে হামলা চালায় তৃণমূল নেতা শেখ জালালউদ্দিনের লোকজন। মুহূর্তেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনায় মাথায় আঘাত লাগে তৃণমূল কর্মী শেখ মফিজউদ্দিনের (৫৫)।
গুরুতর আহত অবস্থায় তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় মফিজউদ্দিনের। ইতিমধ্যে এ ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্য়রা। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। মৃতের ছেলে করিমউদ্দিন বলেন, “আমাদের পার্টির মিছিল বেরিয়েছিল। আমি সেখানে যাচ্ছিলাম। বাবা আগে থেকেই মিছিলে ছিল। সেখানেই এ ঘটনা ঘটেছে।”
যদিও তৃণমূলের একাংশের কর্মী বলেছেন এর পিছনে রয়েছে পারিবারিক বিবাদ। ওই মিছিলে ছিলেন তৃণমূল কর্মী আব্দুল মাতিন। তিনি বলছেন, “পাথর দিয়ে মেরেছে বলে শুনেছি। কারা মেরেছে তাও ঠিক জানি না। কী কারণে ঝামেলা জানি না। তবে শুনছি ওদের পরিবারের মধ্যে ঝামেলা ছিল। সেখান থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।”