মালদহ: ভোট পরবর্তী অশান্তি চলছেই। পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল। অভিযোগ, ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপ মারা হয় ওই তৃণমূল কর্মীকে। ওই যুবককে বাঁচাতে গিয়ে পরিবারের ৭ জন আহত হন বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে হরিশচন্দ্রপুরে। অভিযোগ, এলাকায় তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি হামলা, ভাঙচুর চালাচ্ছে দুষ্কৃতীদল। হরিশচন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রামপঞ্চায়েতের হুসেনপুরে জোটের প্রার্থী মানোয়ারা আলম ও হেলি খাতুন জয়ী হন। তাঁদের বিজয় মিছিল বেরিয়েছিল। অভিযোগ, তৃণমূলের পরাজিত প্রার্থী আরাধনা সরকারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল সেই বিজয় মিছিল। সেই সময় প্রায় ৫০০ জোট কর্মী সমর্থক আরাধনাদের বাড়িতে ঢুকে পড়েন বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুর চালান।
অভিযোগ, বাড়িতে থাকা চেয়ার, টেবিল, বেঞ্চ, ফ্রিজ ভেঙে দেন হামলাকারীরা। এমনকী আরাধনা ও তাঁর অলোক পোদ্দারকে মারধর করা হয়। মারা হয় বাড়ির অন্যান্য় সদস্যদেরও। আলোক পোদ্দার-সহ বাকিরা হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জোটের প্রার্থীরা। পাল্টা তাঁদের দাবি, তাঁদের কেউ হামলা করেননি। তৃণমূল প্রার্থী নিজেই বাড়ির জিনিস নষ্ট করে তাঁদের নামে দোষ চাপিয়েছেন। হরিশচন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।