মালদহ: বোমা বাঁধতে গিয়ে ফের বিস্ফোরণ। এবার ঘটনাস্থল মালদহের কালিয়াচক। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এক জনের মৃ্ত্যু হয়েছে। নিহতের নাম মুকলেসুর রহমান (৩১)। বেশ কয়েকজন আহত হয়েছেন। আবার আহত অবস্থাতেই অনেকে পালিয়ে গিয়েছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে মালদহের কালিয়াচকের চাঁদপুর গ্রামে আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামাবাসীরা। শব্দের উৎস সন্ধানে তাঁরা বেরিয়ে আসেন। দেখেন একটি পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। বিস্ফোরণের অভিঘাতে দেওয়াল ভেঙে গিয়েছে বাড়ির। দূরে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের শরীর পুরো ঝলসে গিয়েছে। অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারাই খবর দেন থানায়। গ্রামবাসীদের অভিযোগ, বোমা বাঁধাছিল ওই যুবকরা। বোমা বাঁধার সময়েই বিস্ফোরণ হয়।
যারা কথা বলার মতো পরিস্থিতি ছিল, তাদেরকে জিজ্ঞাসা করে জানা যায়, বৈষ্ণবনগরের জৈনপুর থেকে তারা এসেছে। জৈনপুর একেবারেই সীমান্তবর্তী একটি গ্রাম।
কংগ্রেসের সরাসরি অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমা বাঁধছিল। সেই বোমা ফেটেই বিস্ফোরণ হয়েছে। কংগ্রেসও প্রায়ই একই অভিযোগ করেছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দুষ্কৃতী দুষ্কৃতীই। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিরোধীরাই চক্রান্ত করে এই সব তত্ত্ব খাঁড়া করেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেক্ষেত্রেও বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয় বলে অভিযোগ ওঠে। তিন জন গুরুতর আহত হন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
ভোট মিটলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর আসছে। বোমাবাজি, গুলিচালনার অভিযোগ উঠছে। ভোট পরবর্তী সন্ত্রাসের বলিও হয়েছেন বেশ কয়েকজন। এখন বাংলায় রয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তারই মধ্যে এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।