কালিয়াচক: একদিন আগে উত্তর দিনাজপুরে (North Dinajpur) ক্লাস ওয়ানের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রতিবেশীর বিরুদ্ধে। এবার ফের ধর্ষণের অভিযোগ উত্তরবঙ্গে(North Bengal)। নবম শ্রেণির স্কুল ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল মালদার কালিয়াচকে (Kaliachak of Malda)। পরিবারের অভিযোগ, এলাকার কুখ্যাত দুষ্কৃতীরাই ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে। বৃহস্পতিবার এলাকার একটি আম বাগানে ওই ছাত্রীর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে।
মৃতদেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান ধর্ষণ করার পর খুন (Murder) করা হয়েছে নাবালিকাকে। তবে ময়নাতদন্তের পরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে মত তদন্তকারী পুলিশ আধিকারিকদের। যদিও গ্রামবাসী ও মৃতার পরিবারের সদস্যরা ধর্ষণের অভিযোগ করেছেন। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ। এ ঘটনার পিছনে ঠিক কাদের হাত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে।
পরিবার সূত্রে খবর, ১৭ বছরের ওই ছাত্রী বুধবার সকালে এক গৃহ শিক্ষকের কাছে টিউশনি পড়তে গিয়েছিল। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও বাড়ি ফেরেনি সে। তাতে চিন্তা বাড়ে পরিবারের সদস্যদের। শুরু হয় খোঁজাখুঁজি। যদিও রাত পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি। অবশেষে এদিন সকালে এলাকার একটি আম বাগানে নাবালিকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতার মা বলেন, “আমরা শুরুতে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু, তারপরেও ওর খোঁজ মেলেনি। শেষে খবর পাই ওকে মেরে ফেলে দিয়েছে।”