মালদা: দল টিকিট (West Bengal Assembly Election 2021) দিয়েছিল তাঁকে। তবুও তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন মালদার (Maldah) নেত্রী সরলা মুর্মু (Sarala Murmu)। এবার জীবিত নেত্রীর শ্রাদ্ধানুষ্ঠান পালন করল জেলা তৃণমূল নেতৃত্ব।
শ্মশানে মাথা ন্যাড়া করে, সব বিধি পালন করে সদ্য বিজেপিতে যাওয়া সরলা মুর্মুর শ্রাদ্ধানুষ্ঠান করল তৃণমূল। নিমন্ত্রণ করে গ্রামের সকলকে ডেকে পাত পেড়ে খাওয়ানোও হল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করার পরেও বিজেপিতে যোগ দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি সরলা মুর্মু৷
সেই ক্ষোভে শুক্রবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের লালদিঘি শ্মশানে মাথা কামিয়ে সরলার শ্রাদ্ধ করলেন এলাকার তৃণমূল নেতা-কর্মীরা৷ শুধু শ্রাদ্ধ করাই নয়, রীতমতো পেট পুরে খাওয়ানো হল কয়েকশো গ্রামবাসীকে৷ উপস্থিত ছিলেন তৃণমূল শাসিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি, ব্লক যুব তৃণমূল সভাপতি হারেজ আলি, ব্লক সাধারণ সম্পাদক জাহাঙ্গির শেখ সহ আরও অনেকে৷
সরলা মুর্মু পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি থাকার সঙ্গে মালদা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন৷ এবার হবিবপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে সবাইকে চমকে দিয়ে কলকাতায় বিজেপির ঝান্ডা হাতে তুলে নেন সরলা৷ ফলে ওই কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা করতে হয় তৃণমূলকে৷ নতুন প্রার্থী হন প্রদীক বাস্কে৷ বিজেপিতে গিয়েও টিকিট পাননি সরলা। কিন্তু সরলার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এলাকায় তৃণমূল নেতা-কর্মীরা৷ দলবদলের পর থেকেই তাঁরা সরলার বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন৷ কিন্তু এদিনের ঘটনা যেন আগের সব বিদ্রোহ ছাপিয়ে যায়৷
আরও পড়ুন: ‘অনেক মহিলার সঙ্গে সহবাস করেছেন আমার স্বামী’, ফেসবুকে ভেঙে পড়লেন বিজেপি প্রার্থীর স্ত্রী
শুক্রবার ভাবুক গ্রাম পঞ্চায়েতের লালদিঘি পুকুর পাড়ে সরলা মুর্মুর শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থা করেন তাঁরা। থাকে খাওয়াদাওয়ার ব্যবস্থা। মেনুতে ছিল ভাত, মুরগির মাংস, চাটনি, দই আর মিষ্টি৷ প্রথমে শ’দুয়েক মানুষের খাবারের ব্যবস্থা করা হলেও মানুষের উপস্থিতি হয় অনেক বেশি৷ ফলে দ্বিতীয় দফায় আরও একবার রান্না করতে হয় মুরগির মাংস।
এ প্রসঙ্গে সরলা মুর্মুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শুধু তো আমিই দল ছেড়ে আসিনি। আরও অনেকেই এসেছেন। তাহলে তো সকলেরই শ্রাদ্ধানুষ্ঠান করতে হয়। এই নিয়ে বলার মতো কিছু নেই।”