মালদহ: সিএএ (CAA) ও এনআরসি (NRC) বিরোধী প্রচারের অছিলায় তৃণমূলের (TMC) হয়ে নির্বাচনী প্রচার এবং গ্রামবাসীদের টাকা দেওয়ার অভিযোগে আটক হলেন বেশ কিছু ব্যক্তি। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহ জেলার বামোনগোলা এলাকায়।
জানা গিয়েছে, এদিন নিজেদের সরকারি অনুমোদিত সংস্থার প্রতিনিধি বলে দাবি করে বেশ কয়েকজন ব্যক্তি সিএএ ও এনআরসি বিরোধী প্রচার করতে যান বামোনগোলা এলাকায়। কেন্দ্রের নাগরিকত্ব আইনের ‘কুফল’ বোঝাতে শুরু করেন তাঁরা। রীতিমতো ট্যাবলো সাজিয়ে এই প্রচার চলছিল। কিন্তু কয়েকজন স্থানীয়ের সন্দেহ হয়। তাঁদের অভিযোগ, তৃণমূল নিজেদের পতাকা, পোস্টার ছাড়াও কিছু লোকজনকে টাকা দিয়ে ঘরে ঘরে পাঠিয়ে ‘ভুল বোঝাচ্ছে’। সিএএ ও এনআরসি নিয়ে সচেতনতামূলক প্রচারের অছিলায় আদতে ভোটের আগে তৃণমূলের প্রচার করা হচ্ছে। এই ব্যক্তিরা তাদেরই প্রতিনিধি।
স্থানীয়দের আরও দাবি, কয়েকজনকে টাকাও দেওয়া হয়। এই প্রেক্ষিতে ওই ব্যক্তিদের গ্রামের মানুষরা পাকড়াও করে। তাঁদের মারধর করে দেওয়ার গাড়ি আটকে রাখা হয় বলে খবর। খবর পাঠানো হয় থানায়। এমনকি বিরোধী রাজনৈতিক দলের তরফে এ নিয়ে নির্বাচন কমিশন (Election Commission) কেও খবর পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বামোনগোলায়।
স্থানীয়দের বক্তব্য, বামোনগোলা এলাকায় বহু পরিবার বাংলাদেশ থেকে আগত শরণার্থী। যাঁদেরকে নাগরিকত্ব নিয়ে ‘ভুল বোঝানো হচ্ছিল’। ভয় দেখানো হচ্ছিল তাঁদের নাগরিকত্ব নিয়ে। তার মধ্যেই রাজ্যের শাসক দলের হয়ে ভোট প্রচার হচ্ছিল বলে অভিযোগ। কয়েকটি বাড়িতে এই রকম প্রচার চালানোর পরেই ওই প্রচার গাড়ি আটকায় স্থানীয়রা। গাড়ির ভিতরে থাকা দু’জনকে মারধর করা হয় বলে খবর। আপাতত এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই প্রচারের উদ্দেশ্য কী ছিল, স্থানীয়দের অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ভোটের কাজে ব্যবহৃত গাড়িতে আগুন, নির্বাচনের আগের রাতেই চাঞ্চল্য পুরুলিয়ায়
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) জিতলে বাংলায় নাগরিকত্ব আইন লাগু হবে বলে ঘোষণা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্টতই জানিয়েছেন যে, এ রাজ্যে কোনওভাবেই তাঁরা সিএএ লাগু হতে দেবেন না। বিভিন্ন নির্বাচনী সভা থেকেও এই ইস্যুতে মোদী সরকারকে একহাত নিয়েছেন তিনি। কিন্তু সেই ইস্যুকে হাতিয়ার করে ভুয়ো পরিচয় দিয়ে তৃণমূলের হয়ে ভোট প্রচারের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহ জেলার বামনগোলা এলাকায়।