মমতার মালদহ সফরের মাঝেই করোনা আক্রান্ত মৌসম বেনজির নুর

সৈকত দাস |

Apr 20, 2021 | 6:41 PM

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মালদহে। পর পর জেলাজুড়ে জনসভা রয়েছে তাঁর। আর এর মধ্যেই করোনা আক্রান্ত হলেন মালদা জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নুর (Mausam Benazir Noor)।

মমতার মালদহ সফরের মাঝেই করোনা আক্রান্ত মৌসম বেনজির নুর
ফাইল চিত্র

Follow Us

মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মালদহে। পর পর জেলাজুড়ে জনসভা রয়েছে তাঁর। আর এর মধ্যেই করোনা আক্রান্ত হলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নুর (Mausam Benazir Noor)। শুধু তিনিই নন, তাঁর সঙ্গে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে জেলা তৃণমূল কো-অর্ডিনেটর দুলাল সরকারের। যিনি সোমবারই মমতার সভামঞ্চে উপস্থিত ছিলেন।

বুধবার মালদহে একাধিক সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। তাঁর সঙ্গে মঞ্চে যাঁরা থাকবেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট এদিন এলে দেখা যায় করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মালদহ জেলা তৃণমূল সভাপতি মৌসম। তাঁর সঙ্গে দুলালবাবুরও রিপোর্টেও করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই কোতোয়ালিতে নিজের বাড়িতে একান্তবাসে চলে গিয়েছেন মৌসম বেনজর নুর। আর দুলাল সরকার জানিয়েছেন, পার্টি অপিসের একটি ঘরেই কোয়ারেন্টাইনে থাকছেন তিনি। তবে মৌসম বা দুলালবাবু, কারওরই বিশেষ কোনও শারীরিক অসুবিধার লক্ষণ নেই বলে জানা গিয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রীর সফরে মধ্যে দুই নেতার করোনা আক্রান্তের খবরে শীর্ষ নেতৃত্বের মধ্য উদ্বেগ ছড়িয়েছে। প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতা করোনা আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের সংযুক্ত মোর্চার প্রার্থী তথা কংগ্রেস নেতা মহম্মদ রেজাউল হকের মৃত্যু হয়েছে করোনায়। তার ২৪ ঘন্টার মধ্য়েই মুর্শিদাবাদের জঙ্গিপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।

আরও পড়ুন: ভোটের পর হবে দেশজুড়ে লকডাউন, দাবি অভিষেকের

প্রসঙ্গত, মালদহে এবার বিশেষ নজর দিয়েছে তৃণমূল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ছিল বাম ও কংগ্রেস। পাঁচ বছর আগে এই রাজ্যে তেমন শক্তিশালী ছিল না বিজেপি। কিন্তু এবার রাজ্যের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ অন্য। গত লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে মাথা তুলেছে বিজেপি। লোকসভা নির্বাচনে মালদহে বেশ কয়েকটি বিধানসভায় তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে পদ্ম শিবির। এর মধ্যে বিধানসভা ভোটের আগে শুভেন্দু ঘনিষ্ঠ একাধিক নেতা দলত্যাগ করেছেন। ফলত মালদহে কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে রাজ্য়ের শাসক দল।

Next Article