ধেয়ে আসছে কালবৈশাখী, ঘণ্টাদুয়েকের মধ্যে তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা

ঋদ্ধীশ দত্ত |

Apr 21, 2021 | 5:05 PM

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বীরভূম জেলাতেও। ফলে প্রাণ ওষ্ঠাগত হয়ে গরমের মধ্যে কিছুটা হলেও রেহাই বঙ্গবাসীরা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

ধেয়ে আসছে কালবৈশাখী, ঘণ্টাদুয়েকের মধ্যে তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: বৈশাখের তীব্র দাবদাহের মধ্যে বিকেল হলেই কিছুটা স্বস্তি দিচ্ছে আবহাওয়া। লাগাতার কয়েকদিন নাগাড়ে বঙ্গের একাধিক জায়গায় কালবৈশাখী হয়েছে। বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী দু-তিন ঘণ্টার মধ্যে মধ্যবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তিতে রাখবে মধ্যবঙ্গের বাসিন্দাদের।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কমপক্ষে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা জেলার একাংশে। একই সঙ্গে মুর্শিদাবাদের উত্তর অংশেও ঝড়-বৃষ্টি ও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বীরভূম জেলাতেও। ফলে প্রাণ ওষ্ঠাগত হয়ে গরমের মধ্যে কিছুটা হলেও রেহাই বঙ্গবাসীরা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  হাসপাতালে অক্সিজেন লিক হয়ে ভয়ঙ্কর বিপর্যয়, মৃত বেড়ে ২২

চৈত্র মাসের শেষ থেকেই রাজ্য জুড়ে গরমের প্রকোপ বেড়েছে মারাত্মক ভাবে। বৈশাখ আসতে আসতে বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর ছুঁয়ে ফেলেছে। এই অবস্থায় গত কয়েকদিন ধরেই উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেলের পর কালবৈশাখী হয়েছে। এ বার মধ্যবঙ্গের তিন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়ল।

আরও পড়ুন: করোনা কড়চা: রাজ্য ও বেসরকারি হাসপাতাল কত টাকায় কোভিশিল্ড পাবে? জানাল সেরাম

আগমিকাল বাংলাদেশ লাগোয়া জেলাগুলি, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। কারণ আজ উত্তরের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলে দক্ষিণবঙ্গ থেকে প্রচুর আর্দ্রতা বেরোচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম দু’দিন বেশ কিছু জায়গায় বিশেষ করে পাঁচটি জেলায় বৃষ্টিপাত হবে। কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্ব থেকে পশ্চিমে নিম্নচাপ অক্ষরেখা গেছে। আজকের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি।

Next Article