Malda: ‘সব নেতা-নেত্রীও ভাল নয়’, মন্ত্রী সাবিনা পুলিশকে তোপ দাগতেই সরব নিহত দুলাল সরকারের স্ত্রী

Subhotosh Bhattacharya | Edited By: সঞ্জয় পাইকার

Mar 02, 2025 | 3:18 PM

Malda: মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, "পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। আমার কাছে আমার কর্মীরা আগে।" মন্ত্রীর কথার সঙ্গে সহমত পোষণ করলেন না তৃণমূল নেত্রী চৈতালি সরকার।

Malda: সব নেতা-নেত্রীও ভাল নয়, মন্ত্রী সাবিনা পুলিশকে তোপ দাগতেই সরব নিহত দুলাল সরকারের স্ত্রী
চৈতালি সরকার (বাঁদিকে), সাবিনা ইয়াসমিন (ডানদিকে)

Follow Us

মালদহ: ভুয়ো ভোটার নিয়ে তৃণমূলের কর্মী বৈঠকে পুলিশকে আক্রমণ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ আসছে বলে তাঁর দাবি। একইসঙ্গে তৃণমূলের বুথ স্তরের সভাপতি থেকে শুরু করে তৃণমূল কর্মীদের তাঁর নির্দেশ, পুলিশ বা প্রশাসন নয়, নিজের এলাকা নিজেরাই দেখে নেবেন, কী করতে হবে ঠিক করবেন। প্রয়োজনে থানা ঘেরাও হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী। আবার ওই একই বৈঠকে সাবিনা ইয়াসমিনের সঙ্গে সহমত পোষণ করলেন না মালদহের তৃণমূল নেত্রী চৈতালি সরকার।

শনিবার ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদহ কলেজ অডিটোরিয়ামে তৃণমূলের সভা হয়। সেই সভা থেকে পুলিশকে বেনজির আক্রমণ করেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি একথাও বলেন, জানেন যে তিনি বিতর্কিত কথা বলছেন। কিন্তু, শাসকদল বলে পুলিশকে কিছু বলব না, এটা হতে পারে না। তাঁর কথায়, “পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। আমার কাছে আমার কর্মীরা আগে।”

ওই কর্মী বৈঠকেই সাবিনার উল্টো সুর শোনা গেল নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী তৃণমূল নেত্রী চৈতালি সরকারের কণ্ঠে। সাবিনার নাম না করে, পুলিশের পক্ষ নিয়ে পালটা তোপ দাগলেন তৃণমূলের একাংশের বিরুদ্ধেই। তাঁর কথায়, শুধু পুলিশ খারাপ নয়, অনেক নেতা নেত্রীরাও খারাপ। তিনি বলেন, “কেউ যদি বলেন, সব নেতা-নেত্রী ভাল। সেটাও ভুল। সব পুলিশ ভাল, সেটাও ভুল।”

রাজ্যের মন্ত্রীর মুখে পুলিশের সমালোচনা নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “এতদিন ধরে পঞ্চায়েত ভোট, পৌরভোটে পুলিশকে দিয়ে ভোট লুট করিয়ে জিতলেন। আর এখন পুলিশকে ভিলেন সাজিয়ে বলছেন, পুলিশ মানুষের সঙ্গে ভাল ব্যবহার করছে না। তৃণমূল নেতাদের কথা শুনছে না। কোনও কাজ করছে না। এই নীতি আর চলবে না। পুলিশকে ভিলেন বানিয়ে পার্টির ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা মানুষ বুঝে গিয়েছে। এগুলো বলে আরও কোনও কাজ হবে না।”