মালদা: ভোটের আগের দিনও গোলমালের অভিযোগ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। সেখানে যাঁরা বিজেপি সমর্থক, তাঁদের বাড়ি গিয়ে একদল দুষ্কৃতী হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার গভীর রাতে। বিজেপি সমর্থকরা যখন বাড়িতে ঘুমোচ্ছিলেন, তখন একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে গিয়ে চড়াও হয় বলে অভিযোগ। বাড়ির গেটে লাথি মারতে থাকে। বাড়ির ছোট ছোট ছেলে-মেয়েদের অপহরণ করে নেওয়া হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে আজ সকালে এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সমর্থকরা। অভিযোগ, দুষ্কৃতীরা শাসক দল তৃণমূলের আশ্রিত।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। বিক্ষুব্ধদের দাবি, পুলিশের কাছে বিষয়টি জানানোর পরেও কোনও লাভ হচ্ছে না। এমন অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। বিশেষ করে গতরাতে বৃহস্পতিবার রাতের অন্ধকারে যেভাবে তাঁদের বাড়িতে হামলা হয়েছে, তাতে কিছুটা হলেও আতঙ্কিত ওই বিজেপি সমর্থকরা। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন শাসক দলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু। তাঁর পাল্টা বক্তব্য, ‘পুরোটাই বিজেপির নাটক।’ তৃণমূলের জেলা মুখপাত্র বলেন, ‘বিরোধীরা গুটিকয়েক লোক এনে নিয়মিত এই সব নাটক করছে। এভাবে ভোটারদের প্রভাবিত করা যাবে না। মানুষ এই সব নাটক ধরে ফেলেছে।’
ভোটের মুখে মালদার হরিশ্চন্দ্রপুরের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শুধু এই একটি জায়গাতেই নয়, গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের অশান্তির অভিযোগ উঠে এসেছে। বিজেপি শিবিরের থেকে যেমন অভিযোগ উঠে আসছে, শাসক দলের থেকেও পাল্টা অভিযোগ ধেয়ে আসছে। আর এসবের মধ্যেই শনিবার মতামত জানাবেন গ্রাম বাংলার ভোটাররা।