মালদহ: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেও তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগের তির জোটের দিকে। আক্রান্ত তৃণমূল কর্মী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের গাজোল থানার দক্ষিণ আলিনগরের মধ্যটোলা এলাকায়। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম আলি ফরিজুল হক।
বৃহস্পতিবার ছিল প্রচারের শেষ দিন। প্রার্থীর সমর্থনে এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তিনি। প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখনই জোট আশ্রিত একদল দুষ্কৃতী ধারাল অস্ত্র হাতে তাঁর ওপর চড়াও হয়। রাস্তায় ফেলে তাঁকে হাঁসুয়া দিয়ে কোপান হয় বলে অভিযোগ। তাঁর মাথায় ও পায়ে গুরুতর ক্ষত তৈরি হয়। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তাতেই পড়ে ছিলেন। পরে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে আসেন।
আশঙ্কাজনক অবস্থায় আহত তৃণমূল কর্মীকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অভিযোগ জোট প্রার্থী মানোয়ারা বিবি,তাঁর স্বামী ডালু শেখের দলবল এই হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে জোটের কর্মীরা। তাঁদের আবার পাল্টা বক্তব্য, আতঙ্কে তাঁদেরই কর্মীরা সব এলাকা ছাড়া। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই জের।
মালদহের একাধিক গ্রাম বারবার উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন এলাকা থেকে বোমাবাজি, গুলি চালনার অভিযোগ উঠছে। মালদার মানিকচকের গোপালপুরের বালুটোলা গ্রাম কার্যত পুরুষশূন্য। একই পরিস্থিতি পরাণপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে। সেখান বৃহস্পতিবার রাতভর গুলি চলে। সকালেও রাস্তায় পড়ে ছিল কার্তুজ, গুলির খোল।