TV9 বাংলা ডিজিটাল: মালদহ (Maldah) জেলা পুলিসে বড়সড় রদবদল। ৪৯ জনের বদলির নির্দেশ জারি করা হয়েছে। এরমধ্যে যেমন কর্তব্যরত ওসিরা রয়েছেন, বদল হচ্ছে সাব ইন্সপেক্টর, অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর ও কনস্টেবলদেরও। করোনার আবহে এই রদবদল ঘিরে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও নবান্ন (Nabanna) সূত্রে খবর, এটি একেবারেই রুটিন বদলি।
আরও পড়ুন: শুভেন্দু, সৌগত-সহ তৃণমূলের ৫ হেভিওয়েট বিজেপিতে আসছেন, বিস্ফোরক অর্জুন সিং
এতদিন মানিকচক থানার দায়িত্বে ছিলেন ওসি গৌতম চৌধুরী। তাঁকে পাঠানো হয়েছে পুখুরিয়া থানায়। পুখুরিয়া থানার ওসি ঝোটন প্রসাদ এবার থেকে সামলাবেন বামনগোলা থানা।মানিকচক থানার দায়িত্ব নিচ্ছেন কৌশিক দাস। তিনি গাজোল থানার সাব ইনস্পেক্টর পদে কর্তব্যরত ছিলেন।
আরও পড়ুন: তৃণমূলের হাতিয়ার ‘বহিরাগত’ তত্ত্ব, দিলীপের ‘পরিযায়ী শ্রমিক’
মোথাবাড়ি থানার দায়িত্বে এতদিন ছিলেন ওসি বিটুল পাল। তাঁর জায়গায় আসছেন রতুয়ার ওসি কুণালকান্তি দাস। বিটুল পালকে পাঠানো হচ্ছে মালদহ ট্রাফিকের ওসি হিসাবে। আবার রতুয়ায় ওসি হিসাবে দায়িত্ব নিচ্ছেন বাপন দাস। একইভাবে বদলি করা হয়েছে মিল্কি পুলিস ফাঁড়ি, মঙ্গলবাড়ি পুলিস ফাঁড়ির ওসিদেরও। মালদহের পুলিস সুপার অলোক রাজোরিয়া এই বদলির নির্দেশিকা জারি করেছেন।