জলপাইগুড়ি: “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে পরিমাণ আইসি বা ওসি’র নাম জানেন তা ভারতবর্ষের আর কেউ জানেন কিনা সন্দেহ। রিসার্চ হলে ওনার নাম গিনেস বুকে উঠবে।” এদিন দুয়ারে সরকার প্রসঙ্গে বলতে গিয়ে জলপাইগুড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের সামনে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব (Goutam Dev)। কিন্তু তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়।
কেননা, বিরোধী শিবিরের দিলীপ ঘোষ থেকে মুকুল রায়, তাঁরা হামেশাই অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী পুলিস দিয়ে সরকার চালাচ্ছেন। প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধী শক্তির কণ্ঠরোধের অভিযোগও নেহাত কম নয়। এই অবস্থায় গৌতম দেবের মন্তব্য কি বিরোধীদের অভিযোগকেই অক্সিজেন দিচ্ছে না? TV9 বাংলার পক্ষ থেকে পর্যটন মন্ত্রীর কাছে এমনটাই জানতে চাওয়া হয়েছিল। প্রশ্ন শেষ হওয়ার আগেই তিনি বলেন, “কথাটাকে এভাবে ব্যাখ্যা করা উচিত নয়।”
গৌতম দেবের কথায়, “মুখ্যমন্ত্রী প্রশাসনকে তৃণমূল স্তরে নিয়ে গিয়েছেন। ওসি-বিডিওদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছেন। ফলে যে আধিকারিকরা একেবারে নীচু স্তরে কাজ করেন তাঁদের অনেককেও মুখ্যমন্ত্রী ভালভাবে চেনেন। এমনকী অনেকের নাম ধরেও তিনি চেনেন। এত মানুষকে ব্যক্তিগতভাবে চেনার দৌলতে প্রশাসন পরিচালনাতেও সুবিধা পান। যেটা গিনেস বুকে নাম ওঠার মতো।”
জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন সংক্রান্ত বিষয়ে জেলাশাসক মৌমিতা গোদরার সঙ্গে একটি জরুরি বৈঠক করতে শনিবার দুপুরে জলপাইগুড়ি সার্কিট হাউসে আসেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। দীর্ঘক্ষণ চলে বৈঠক।
আরও পড়ুন: ভ্যাকসিন সরবরাহ কবে? আগামী সপ্তাহেই সদুত্তরের আশায় শীর্ষ স্বাস্থ্যকর্তা