পূর্ব মেদিনীপুর: মুক ও বধির তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিস। ঘটনাটি ঘটেছে এগরা থানার বাসুদেবপুর গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ সময় যাবত সহবাস-পর্ব চলার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই তরুণী। তখন বিয়ে করতে আপত্তি জানায় ওই যুবক। এরপরই মেয়ের বাড়ির থেকে অভিযোগ জানানো হয় থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই চৈতন্য গুছাইত নামক ওই যুবককে গ্রেফতার করে পুলিস।
অভিযোগকারী তরুণীর মামা মাখন গুছাইত জানান, তাঁর দিদি আরতি গুছাইত বিয়ের পর থেকে দুই মেয়েকে নিয়ে তাঁর বাড়িতেই থাকেন। দুই ভাগ্নি যখন ছোট, সেই সময় তাদের বাবা সন্তোষ গুছাইত নিরুদ্দেশ হয়ে যায়। আজ পর্যন্ত কোনও খবর নেই। তাই মাখনের দিদি তাঁর বাড়িতে থাকতো এবং গ্রামে লোকের বাড়ি বাড়ি কাজ করতো।
আরতিদেবীর বড় মেয়েই মুক ও বধির। তাঁর বয়স ২১ হলেও বোনের বিয়ে হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাই বড় মেয়ে বাড়িতেই থাকতো। দিন সাতেক ধরে আচমকাই ওই তরুণী চুপচাপ। একাধিকবার কী হয়েছে জানতে চাওয়া হলেও কিছুই বলতে চায়নি। শেষপর্যন্ত জোর করায় সে কান্নাকাটি করে আকার-ইঙ্গিতে সব জানায়। পরিবারের সদস্যদের ওই তরুণী জানায় যে, পাশের বাড়ির চৈতন্য গুছাইত তাঁকে বিয়ে করবে বলে প্রতিদিন রাতে তাঁর সঙ্গে সহবাস করেছে এবং সে এখন অন্তঃসত্ত্বা।
আরও পড়ুন: ২১ বছরেই রাজধানী শহরের মেয়র আর্যা! অভিজ্ঞতার ভিড়ে তারুণ্যের জয়গান সিপিএমে
ঘটনার পর অভিযুক্ত যুবককে চেপে ধরে গ্রামবাসীরা। জিজ্ঞাসাবাদ করলে সে বিয়ে করতে অস্বীকার করে, অভিযোগও উড়িয়ে দেয়। তারপরেই এগরা থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ দায়ের হলে ওই যুবককে গ্রেফতার করে পুলিস।
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীর বিবৃতি অর্ধসত্য ও বিকৃত’, পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর