ভোটপর্ব মিটতেই একযোগে হাত-পদ্ম ছেড়ে ঘাসফুলে একাধিক নেতা কর্মী

tista roychowdhury |

May 23, 2021 | 11:01 AM

এদিন, কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগদানকারী উত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপির মতো প্রভাবশালী দলের বিরুদ্ধে একা লড়াই করে ক্ষমতায় আসার সাহস দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লড়াইকে কুর্নিশ। অন্যদিকে, সংযুক্ত মোর্চা বাংলায় দুই অঙ্ক পেরতে পারেনি।"

ভোটপর্ব মিটতেই একযোগে হাত-পদ্ম ছেড়ে ঘাসফুলে একাধিক নেতা কর্মী
নিজস্ব চিত্র

Follow Us

পুরুলিয়া: ভোটপর্ব মিটতেই ঘরবদলের হিড়িক। এ বার, কংগ্রেস ও অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন একাধিক নেতা-কর্মী। শনিবার, কংগ্রেসের সহ-সভাপতি তথা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী (Congress) উত্তম বন্দ্যোপাধ্যায় এদিন সদলবলে ঘাসফুলের পতাকা ধরেন। বিজেপি থেকেও বেশ কিছু সাধারণ নেতাকর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের হাতে দলীয় তৃণমূলের পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি গুরুপদ টুডু, পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি ও রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু।

এদিন, কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগদানকারী উত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির মতো প্রভাবশালী দলের বিরুদ্ধে একা লড়াই করে ক্ষমতায় আসার সাহস দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লড়াইকে কুর্নিশ। অন্যদিকে, সংযুক্ত মোর্চা বাংলায় দুই অঙ্ক পেরতে পারেনি। বাম-কংগ্রেস-আইএসএফের অনৈতিক জোট বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়তে পারেনি। তাই কংগ্রেস ত্য়াগ করে তৃণমূলে যোগ দিলাম।” তাঁকে দলে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, “উত্তমবাবু বাম (CPIM) আমলেও বামবিরোধী আন্দোলনের সঙ্গে ঘোরতর যুক্ত ছিলেন। তাঁকে তৃণমূলের জেলা সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, একুশের বঙ্গ ভোটের (West Bengal Assembly Election 2021) পর কার্যত সবুজ ঝড় দেখেছে বাংলা। বিরোধী ভোটে ধস নামিয়ে ২১৩ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছে তৃণমূল, বিজেপি (BJP) আটকে গেল ৭৭-এ। লক্ষ্যণীয়ভাবে মুছে গিয়েছে বাম-কংগ্রেস জোট। ২০১৬তেও যেখানে সংখ্যালঘু ভোট পেয়ে এগিয়েছিল বাম-কংগ্রেস সেই সমস্ত আসনই এ বার ‘হাত’ছাড়া হয়েছে। কংগ্রেসের শরীক দল আইএসএফ (ISF) একটি আসন পেলেও ‘কাঁটে কা টক্কর’দিতে পারেনি তৃণমূলকে। একমাত্র ভাঙড়েই মুখরক্ষা করতে পেরেছে মোর্চা। ফলে, ভাইজানের দলকে হারিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। পুরুলিয়াতেই সংখ্যাগরিষ্ঠ ভোট গিয়েছে ঘাসফুলের ঘরে। সবমিলিয়ে ঘর উপচে পড়েছে তৃণমূলের। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, এর আগে তৃণমূল এত বিপুল আসনে জয়লাভ করেনি। সর্বশক্তি দিয়ে বিজেপিকে ঠেকাতে বাংলার কাছে তৃণমূল ছাড়া আর কোনও উপায় ছিল না। নিঃসন্দেহে তৃণমূলের এই জয়ে যে অনেক ‘ঘরওয়াপসি’ ও ঘর বদল বাড়াবে তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

আরও পড়ুন: বিজেপি বিধায়ক শীতল কপাটকে দেখতে হাসপাতালে হাজির শুভেন্দু, কথা বললেন থানাতেও

Next Article