Train Cancel: পাওয়ার ব্লকের কাজ, আগামী সাত দিন তারকেশ্বর লাইনে বন্ধ একাধিক ট্রেন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 02, 2022 | 11:20 PM

আগামী ৯ অক্টোবর অবধি বাতিল থাকবে ওই আপ ও ডাউন লাইনের একাধিক ট্রেন।

Train Cancel: পাওয়ার ব্লকের কাজ, আগামী সাত দিন তারকেশ্বর লাইনে বন্ধ একাধিক ট্রেন
তারকেশ্বর স্টেশন

Follow Us

হাওড়া: হাওড়া ডিভিশনের তারকেশ্বর লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে আগামী এক সপ্তাহ। সিঙ্গুর ও নালিকূলের মধ্যে পাওয়ার ট্রাফিক ব্লকের জন্য ওই ট্রেনগুলি বাতিল করা হবে। আগামী ৯ অক্টোবর অবধি বাতিল থাকবে ওই আপ ও ডাউন লাইনের একাধিক ট্রেন। যাত্রীদের অবহিত করতে পূর্ব রেলের তরফে দেওয়া হয়েছে বাতিল থাকা ট্রেনের তালিকা। এক নজরে দেখে নিন তারকেশ্বর লাইনে কোন ট্রেন বাতিল থাকবে আগামী এক সপ্তাহ।

৩৭৩০৭ আপ হরিপাল লোকাল। সকাল ৬টা ৫২ মিনিটে হাওড়া থেকে ছাড়ে এই হরিপাল লোকাল।

৩৭৩১৯ আপ তারকেশ্বর লোকাল। হাওড়া থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছাড়ে এই ট্রেন।

৩৭৩২৭ আপ তারকেশ্বর লোকাল। বেলা ১টা ৩৮ মিনিটে হাওড়া থেকে ছেড়ে যায় এই ট্রেন।

৩৭৩০৫ আপ সিঙ্গুর লোকাল। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হাওড়া ছাড়ে এই লোকাল ট্রেন।

৩৭৩৪৩ আপ তারকেশ্বর লোকাল। রাত ৮টা ৫ মিনিটে এই ট্রেন হাওড়া থেকে রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশে।

৩৭৩০৮ ডাউন হরিপাল-হাওড়া লোকাল। হরিপাল থেকে সকাল সাড়ে ৮টায় ছাড়া এই ট্রেনও বাতিল থাকবে আগামী ৭ দিন।

এর পাশাপাশি পাঁচটি তারকেশ্বর-হাওড়া লোকাল বন্ধ থাকবে আগামী সাত দিন। ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২ এবং ৩৭৪১৬ ডাউন তারকেশ্বর লোকাল বাতিল থাকবে।

সকাল ৫টা ১৫ মিনিট এবং সকাল ৮টা ২৫ মিনিটের শেওড়াফুলি- তারকেশ্বর লোকালও বন্ধ থাকবে আগামী সাত দিন। রাত ৯টা ৫ মিনিটের সিঙ্গুর-হাওড়া ডাউন লোকালও বন্ধ থাকবে আগামী সাত দিন।

Next Article