জঙ্গলমহলে ফের মাওবাদী পোস্টার, সবটাই বিরোধীদের চক্রান্ত, খোঁচা ছত্রধরের

tista roychowdhury | Edited By: arunava roy

Mar 02, 2021 | 5:01 PM

 ২০১৯-এর লোকসভা নির্বাচনে সব আসনই দখল নিয়েছিল বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনেও আদিবাসী অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে ফের মাও উত্থান নিয়ে রীতিমতো আশঙ্কায় জঙ্গলমহল।

জঙ্গলমহলে ফের মাওবাদী পোস্টার, সবটাই বিরোধীদের চক্রান্ত, খোঁচা ছত্রধরের
নিজস্ব চিত্র

Follow Us

ঝাড়গ্রাম: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) নির্ঘণ্ট ঘোষিত। কিন্তু হাতে আসেনি প্রার্থী তালিকা। এর মধ্যেই ফের মঙ্গলবার সকালে মাওবাদী পোস্টারে (Maoist Poster) ছেয়ে গেল বিনপুরের মালাবতী, চিয়ানবেড়া, পলাশবনী-সহ একাধিক গ্রাম। পোস্টারে লেখা ‘বিজেপি হাত গুটাও’, ‘তৃণমূল দূর হটো’, নীচে লেখা ‘সিপিআই মাওবাদী’। আর এই পোস্টারকে (poster) কেন্দ্র করেই চাঞ্চল্য ঝাড়গ্রামে।

ভোটের আগে জেলার বেশ কিছু জায়গায় এমন পোস্টারে (Maoist Poster) আতঙ্কিত স্থানীয়রা। তাঁদের অনুমান, ফের হয়ত মাওবাদীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। অন্যদিকে, এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা।

আরও পড়ুন: কেন ডবল ইঞ্জিন সরকার গড়তে হবে? গাজোলে গেরুয়া বসনধারীর মুখে পাটিগণিতের হিসাব

মঙ্গলবার সকালে, ঝাড়গ্রামে উদ্ধার হওয়া পোস্টারে ভোট বয়কটেরও ডাক দিয়েছে মাওবাদীরা। স্থানীয় তৃণমূল নেতার দাবি, ভোটের আগে বিরোধী রাজনৈতিক দলগুলি ইচ্ছে করেই এমন অশান্তির আবহ তৈরি করছে। এলাকায় কোথাও কোনও মাওবাদী সন্ত্রাসের চিহ্ন পাওয়া যায়নি। তৃণমূলের সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতো (Chhatradhar Mahato) জানান, জঙ্গলমহলে নাশকতার কোনও ছক হচ্ছে না। পাল্টা বিজেপির অভিযোগ, এসবই তৃণমূলের চক্রান্ত। লোকসভা ভোটের আগে ক্ষমতা পেতে তৃণমূল মাওবাদীদের কাজে লাগিয়েছিল। এ বারেও সন্ত্রাস ছড়াতে তৎপর শাসক শিবির। তাই এই পোস্টার ( Maoist Poster)।

উল্লেখ্য, পাহাড় ও জঙ্গলমহল নিয়ে বরাবরই আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গলমহলকে কখনও ‘হাসিখুশি’, কখনও বা ‘উন্নয়নের মডেল’ বলেও দাবি করেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। মমতা সরকারের আমলে মাও তৎপরতাও অনেকটাই কমেছে। কিন্তু বিশেষজ্ঞ মহলের দাবি, পরবর্তীকালে ধাক্কা খেয়েছে উন্নয়নের সুফল। মমতার জনপ্রতিনিধি আদিবাসীদের দুয়ারে দুয়ারে পৌঁছতে পারেননি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

২০১৯-এর লোকসভা নির্বাচনে সব আসনই দখল নিয়েছিল বিজেপি (BJP)। একুশের বিধানসভা নির্বাচনেও আদিবাসী অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে ফের মাও উত্থান নিয়ে রীতিমতো আশঙ্কায় জঙ্গলমহল। ঝাড়গ্রাম পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি জানান, কিছু পোস্টার উদ্ধার করা হয়েছে। কে বা কারা এই পোস্টার দিল তা খোঁজ করা হচ্ছে। যে এলাকাগুলিতে পোস্টার পাওয়া গিয়েছে, সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন: নিমতিতা কাণ্ড: ভোটের মুখে বিস্ফোরণের তদন্তভার নিল এনআইএ

পোস্টার (Maoist Poster) বিতর্ক নিয়ে সরব হয়েছেন খোদ আদিবাসী নেতা ছত্রধর মাহাতো। তিনি বলেছেন, “জঙ্গলমহলে মানুষের কোনও ব্যক্তিগত দাবীদাওয়া নেই। প্রাথমিক সমস্ত চাহিদা পূরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবই বিরোধীদের চক্রান্ত। কোনওভাবেই কোনও নাশকতকার ছক নেই জঙ্গলমহল জুড়ে।” উল্লেখ্য, কিছুদিন আগেই পুরুলিয়াতেও একইভাবে বেশ কিছু মাওবাদীদের পোস্টার উদ্ধার হয়েছিল। তবে কারা সেই পোস্টারের নেপথ্যে ছিল তা জানা যায়নি।

Next Article