Abhishek Banerjee: ফের সভামঞ্চ থেকে পঞ্চায়েত প্রধানকে পদত্যাগের নির্দেশ অভিষেকের, কী বলছেন মারিশদার অপসারিত প্রধান?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 17, 2022 | 10:01 PM

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মারিশদার প্রধান ঝুনু রানি মণ্ডল, উপ-প্রধান- রমাকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম মিশ্র মুখ বুজে মেনে নিলেও প্রতিবাদের সুর শোনা গেল তাতলা-১ পঞ্চায়েত প্রধান পার্থপ্রতিম দে’র গলায়।

Abhishek Banerjee: ফের সভামঞ্চ থেকে পঞ্চায়েত প্রধানকে পদত্যাগের নির্দেশ অভিষেকের, কী বলছেন মারিশদার অপসারিত প্রধান?
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপসারিত প্রধান ঝুনু রানি মণ্ডল।

Follow Us

কাঁথি: পূর্ব মেদিনীপুরের মারিশদা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান ও অঞ্চল সভাপতিকে পদত্যাগ করানোর এক পক্ষকালের মধ্যেই একই ঘটনার সাক্ষী হল নদিয়ার রানাঘাট। শনিবার রানাঘাটের তাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পদত্যাগ করার নির্দেশ দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই পদক্ষেপের পর TV9 বাংলা ডিজিটালের মুখোমুখি মারিশদার সেই অপসারিত পঞ্চায়েত প্রধান।

কাঁথি-৩ ব্লক মারিশদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ঝুনু রানি মণ্ডল তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের নির্দেশ মেনে নিয়েছেন। এদিন একইভাবে তাতলা-১ পঞ্চায়েতের প্রধানকে পদত্যাগ করার নির্দেশ দেওয়ার ঘটনায় স্পষ্টভাবে কিছু বলতে নারাজ ঝুনু রানি মন্ডল। এদিন TV9 বাংলা ডিজিটালের তরফে ঝুনু রানি মণ্ডলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি এবিষয়ে কিছু বলতে চাই না। উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) দলের সুপ্রিমো, যা ভালো বুঝেছেন, করেছেন। এবিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাইছি না। আমি তৃণমূল সরকারের প্রতিনিধি, তৃণমূল সরকার করি।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলে ঝুনু রানি বলেন, “উনি যে কথা বলেছেন, ওনার কথা মেনে নিয়েছি। আমরা ভোটে জিতেছি, কিন্তু উনি তো দলের শীর্ষ নেতৃত্ব, ওনার কথাকে আমরা সম্মান দিই। ওনারা সুপ্রিমো, ওনার কথা মানব। তাই ৪৮ ঘণ্টা নয়, ২৪ ঘণ্টার মধ্যেই আমি ইস্তফা দিয়েছি।” তাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ব্যাপারে তিনি আর কিছু বলতে চান না বলেও জানান ঝুনু রানি মণ্ডল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মারিশদার প্রধান ঝুনু রানি মণ্ডল, উপ-প্রধান- রমাকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম মিশ্র মুখ বুজে মেনে নিলেও প্রতিবাদের সুর শোনা গেল তাতলা-১ পঞ্চায়েত প্রধান পার্থপ্রতিম দে’র গলায়। তাঁর বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে দাবি জানিয়ে তাতলা-১ পঞ্চায়েত প্রধান বলেন, “চার বছরে নয় নয় করে আমি ২০০ বার গিয়েছি ওই গ্রামে। আমি প্রধান হওয়ার পর প্রথম পঞ্চায়েতের বার্ষিক সভা ওই গ্রামেই হয়েছিল। যাই হোক, তথ্য়টা সঠিক নয়।” তবে তিনি দলের অনুগত সৈনিক এবং দল যে সিদ্ধান্ত নেবে, সেটা মাথা পেতে মেনে নেবেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, এদিন রানাঘাটে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকেই তাতলা-১ প্রধানকে পদত্যাগের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে পরবর্তী প্রধান স্থির করার দায়িত্ব গ্রামবাসীর উপরই ছেড়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Next Article