Md Salim: লালন শেখের মৃত্যু সিবিআই-এর ব্যর্থতা, অভিযোগ সেলিমের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 15, 2022 | 11:20 PM

পঞ্চায়েত নির্বাচন না করে একদম সরাসরি লোকসভা নির্বাচন করতে চাইছে অভিযোগ তুলে তার কারণও ব্যাখ্যা করেছেন বাম নেতা মহম্মদ সেলিম।

Md Salim: লালন শেখের মৃত্যু সিবিআই-এর ব্যর্থতা, অভিযোগ সেলিমের
হলদিয়ায় শ্রমিক সভায় মহম্মদ সেলিম।

Follow Us

হলদিয়া: বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার এই বিষয়ে মুখ খুললেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। লালন শেখের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল তুললেন তিনি। এই ঘটনা কেন্দ্রের ব্যর্থতা বলে তোপ দাগেন প্রবীণ সিপিআইএম নেতা।

এদিন শিল্পশহর হলদিয়ায় জল ও পরিবহন, শ্রমিক ফেডারেশন অফ ইন্ডিয়ার দু’দিনের দশম জাতীয় সম্মেলনের শেষ দিন ছিল। হলদিয়ার টাউনশিপ মাখনবাবুর বাজারে প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মহম্মদ সেলিম বলেন,”সিবিআইয়ের অপদার্থতা,তাদের হেফাজতে লালন শেখ খুন হয়েছে। যে বগটুই কাণ্ডের অন্যতম সাক্ষী ও অভিযুক্ত অপরাধী।কেন্দ্রের সিবিআই-এর ব্যর্থতা। পুরো বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।”

রাজ্যে যথাসময়ে পুর বা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না। এই প্রসঙ্গে এদিন কেন্দ্র ও রাজ্য- উভয় সরকারকেই দুষেছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, “কেন্দ্র ও রাজ্যের দুই সরকার চাইছে না নির্বাচন হোক। শিল্পশহর হলদিয়া,হাওড়া,দুর্গাপুর সহ রাজ্যের একাধিক শহরে পুর নির্বাচন হচ্ছে না। প্রশাসন বসিয়ে কাজ চালানো হচ্ছে। ওরা পঞ্চায়েত নির্বাচন না করে একদম সরাসরি লোকসভা নির্বাচন করতে চাইছে।” এর কারণও ব্যাখ্যা করেছেন বাম নেতা। তিনি বলেন, “ওরা মানুষকে ভয় পাচ্ছে। সদ্য পুরসভা নির্বাচন দিল্লিতে হয়েছে। সেখানে বিজেপি হেরে গিয়েছে। হিমাচলে রাজ্য সরকার হারিয়েছে বিজেপিকে। এরাজ্যে যেভাবে দুর্নীতি ও টাকার পাহাড় ধরা পড়েছে,তাই হেরে যাওয়ার ভয়ে ভোট করতে চাইছেন না কেউই।”

এদিন হলদিয়ায় শ্রমিক সম্মেলনে মহম্মদ সেলিম ছাড়া সিআইটিইউ’র সাধারণ সম্পাদক তপন সেন সহ জেলা সিপিএমের অন্যান্য বিশিষ্ট নেতারাও উপস্থিত ছিলেন।

Next Article