Medinipur: এ কী কেলেঙ্কারি! দুই ভাইয়ের ঝামেলা মেটাতে গিয়ে পুলিশকে নিয়েই টানা হিঁচড়া…

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 31, 2023 | 1:34 PM

Medinipur: রেজনা গ্রামের বাসিন্দা সহদেব মণ্ডল ও মহাদেব মণ্ডল। সহদেব ও মহাদেবের বাড়ির উঠোনের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সেই বিবাদ নিয়ে উভয় পক্ষই আদালতের দারস্ত হয়

Medinipur: এ কী কেলেঙ্কারি! দুই ভাইয়ের ঝামেলা মেটাতে গিয়ে পুলিশকে নিয়েই টানা হিঁচড়া...
মেদিনীপুরে ধস্তাধস্তি
Image Credit source: TV9 Bangla

Follow Us

পশ্চিম মেদিনীপুর:  পৈত্রিক সম্পত্তি কার দখলে থাকবে, দুই পরিবারের বিবাদ চরমে, জল গড়াল আদালত পর্যন্ত। আদালতের নির্দেশে এক পক্ষ পুলিশের উপস্থিতিতে জায়গা দখল করতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। টানা হিঁচড়া। পরে পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের রেজনা গ্রামের।

রেজনা গ্রামের বাসিন্দা সহদেব মণ্ডল ও মহাদেব মণ্ডল। সহদেব ও মহাদেবের বাড়ির উঠোনের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সেই বিবাদ নিয়ে উভয় পক্ষই আদালতের দারস্ত হয়। বর্তমানে আদালতে বিচারাধীন বিষয়টি। সহদেবের অভিযোগ, মহাদেবের ছেলেরা পুলিশ নিয়ে বাড়িতে ঢুকে হঠাৎ করেই উঠোনে দেওয়াল তুলতে শুরু করে। আর আজ সেই সময় গ্রামের মানুষ ও সহদেবের পরিবারের সদস্যরা বাধা দেয়। আর এতেই পুলিশের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে সহদেবের পরিবারের সদস্য থেকে গ্রামের মানুষজন।

দুই ভাইয়ের বচসা ক্ষোভ গিয়ে পড়ে পুলিশ প্রশাসনের ওপরেও। পুলিশের সঙ্গেই শুরু হয় টানা হিঁচড়ে । সহদেবের বক্তব্য, “আদালতে বিচারাধীন বিষয়টি। তাই এই ভাবে ওই জায়গা দখল করা যায় না। পুলিশ প্রশাসন একতরফা কাজ করছে।”

যদিও মহাদেবর ছেলের দাবি,  এই জায়গায় তাঁদের অংশ রয়েছে, তাই তাঁরা আদালতের নির্দেশে সেই জায়গা দখল করতে গিয়েছে। দীর্ঘক্ষণ এই নিয়ে চলে উভয়পক্ষে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। শেষমেশ দুই ভাই রণে ভঙ্গ দেন। কিন্তু গোটা গ্রামের পরিস্থিতিই এখন তপ্ত।  নজর রেখেছে চন্দ্রকোণা থানার পুলিশ।

Next Article