মেদিনীপুরে শাহর সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের পথ আটকানোর অভিযোগ

Dec 19, 2020 | 1:42 PM

অমিত শাহর সভা ঘিরে সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা সভায় যোগ দিতে যাচ্ছেন।

মেদিনীপুরে শাহর সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের পথ আটকানোর অভিযোগ
সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের পথ আটকানোর অভিযোগ

Follow Us

মেদিনীপুর: অমিত শাহর সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়ি আটকাল তৃণমূল। অভিযোগ ঘিরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কুঠিঘাট এলাকা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা।

অমিত শাহর সভা ঘিরে সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা সভায় যোগ দিতে যাচ্ছেন। বিজেপির অভিযোগ, বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা তাঁদের পথ আটকাচ্ছেন। এমনকি কোথাও কোথাও দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। প্রতিবাদে ঘাটাল-কুঠিঘাট রাজ্য সড়কের কুঠিঘাট এলাকায় অবরোধ করেন তাঁরা। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: লাইভ: মেদিনীপুরে পৌঁছলেন শাহ, শান্তিকুঞ্জ থেকে গেরুয়া তিলকে শুভেন্দু

যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের তপশিলি সংলাপ কর্মসূচির গাড়িতে ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা। এপ্রসঙ্গে ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দোলই বলেন, “বিজেপি গুন্ডামি করছে। আমাদের গাড়ি ভাঙচুর করছে। পুলিসকে বিষয়টি জানিয়েছি।” অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত মেদিনীপুরের বিভিন্ন জায়গা।

Next Article