Udayan Guha: ফের মেজাজ হারালেন উদয়ন, ছাত্রনেতার প্রশ্নের জবাবে কী বললেন মন্ত্রী?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 19, 2022 | 8:13 PM

মন্ত্রী সহ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওই ছাত্রনেতাও। রীতিমতো হুঁশিয়ারির সুরে হোস্টেলের কাজ সম্পূর্ণ হওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে একসপ্তাহ সময়সীমা বেধে দিয়েছেন তিনি।

Udayan Guha: ফের মেজাজ হারালেন উদয়ন, ছাত্রনেতার প্রশ্নের জবাবে কী বললেন মন্ত্রী?
পঞ্চানন কলেজে মেজাজ হারালেন মন্ত্রী উদয়ন গুহ।

Follow Us

কোচবিহার: ফের বেফাঁস উদয়ন! এবার কোচবিহারের পঞ্চানন মহাবিদ্যালয়ের ছাত্রাবাসের উদ্বোধনে এসে এক ছাত্রের প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমতো মেজাজ হারালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। হোস্টেলের কাজ সম্পূর্ণ হয়নি বলে এক ছাত্র অভিযোগ তুললে ক্ষোভের সুরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলে ওঠেন, “ফালতু কথা শুনতে চাই না।” এভাবে প্রকাশ্যে মন্ত্রীর ক্ষোভ প্রকাশের ঘটনায় রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।

ঠিক কী ঘটেছিল?
সোমবার কোচবিহারের পঞ্চানন মহাবিদ্যালয়ের ছাত্রাবাসের উদ্বোধন ছিল। ২২ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে এই ছাত্রাবাসটির উদ্বোধন করতে আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মঞ্চে ওঠার আগে কলেজের ছাত্রপরিষদ সভাপতি তথা তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষ মন্ত্রীকে প্রশ্ন করেন, কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাহলে ঘটা করে উদ্বোধন কেন? উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী প্রথমে ছাত্রটির প্রশ্ন হালকাভাবে নিলেও নিজের প্রশ্নে অটল থাকেন উত্তম। তখনই মেজাজ হারিয়ে উদয়ন গুহ হাঁটতে-হাঁটতে থমকে গিয়ে বলেন, “ফালতু কথা শুনতে চাই না”। এরপর আবার উত্তম ঘোষ কিছু বলতে চাইলে উদয়নবাবু পাল্টা ধমকের সুরে বলে ওঠেন, “আমি বলেছি, স্টপ ইট”।

প্রকাশ্যে দলের ছাত্র পরিষদের নেতাকে এভাবে মন্ত্রীর ধমকের ঘটনায় জোর সমালোচনা শুরু হয়েছে। ঘটনায় মন্ত্রী সহ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওই ছাত্রনেতাও। রীতিমতো হুঁশিয়ারির সুরে হোস্টেলের কাজ সম্পূর্ণ হওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে একসপ্তাহ সময়সীমা বেধে দিয়েছেন তিনি। অভিযোগের সুরে উত্তম ঘোষ বলেন, আজ হোস্টেলের উদ্বোধন হলেও এখনও কাজ সম্পূর্ণ হয়নি। এক সপ্তাহের মধ্যে যদি ফর্ম বিতরণ না হয়, হোস্টেলে আসবাব কিনে যদি ছাত্রদের থাকার সুব্যবস্থা করা না হয়, তাহলে যারা অনেক টাকা দিয়ে ভাড়ায় থাকছে, তারা নিজেরাই হোস্টেলে ঢুকে যাবে। এক সপ্তাহের মধ্যেই হোস্টেলে থাকার ব্যবস্থা করতে হবে। এরপরই মন্ত্রীর তাঁর প্রশ্ন,উদয়ন গুহ উত্তরবঙ্গ মন্ত্রী, অনেক ভালো কাজ করেছেন। কিন্তু, হোস্টেলের এখনও কাজ বাকি। জলের লাইন হয়নি। এটা কী করে উদ্বোধন করছেন তিনি! ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী হোস্টেল সহ অনেক ব্যবস্থা করে দিলেও কর্তৃপক্ষ সঠিক কাজ করছে না বলেও তোপ দাগেন তিনি।

Next Article