‘অক্সিজেন সিলিন্ডার মমতা, বস ইজ় অলওয়েজ় রাইট’, জল্পনার কেন্দ্রে রাজীব, মন্তব্য কাঞ্চনের

রবিবার, একটি অক্সিজেন পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে এসে কাঞ্চন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় হলেন অক্সিজেন সিলিন্ডার। আর আমাদের দলটা অক্সিজেন পার্লার।"

'অক্সিজেন সিলিন্ডার মমতা, বস ইজ় অলওয়েজ় রাইট', জল্পনার কেন্দ্রে রাজীব, মন্তব্য কাঞ্চনের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 13, 2021 | 7:11 PM

হুগলি: বঙ্গ নির্বাচনে পর সাম্প্রতিক ‘ফুলবদল’-এর চর্চায়, জল্পনার ভরকেন্দ্রে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব। ভোটের ফলপ্রকাশের পর থেকেই নিজের পুরনো দলের প্রতি সুর নরম করতে শুরু করেন তিনি। সম্প্রতি, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে ‘সৌজন্যের সাক্ষাৎ’-ও সেরেছেন রাজীব। আর এতেই আরও জোরাল হয়েছে জল্পনা। ঘটনাকে কেন্দ্র করে এ বার মুখ খুললেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এ বারের নির্বাচনে প্রথমবারের জন্য তৃণমূলের তরফে প্রার্থী নির্বাচিত হয়েছিলেন কাঞ্চন। বিজেপির (BJP) তরফে ছিলেন দলবদলু প্রবীর ঘোষাল। কিন্তু, প্রথম নির্বাচনেই জয়লাভ করেন কাঞ্চন।

রবিবার, একটি অক্সিজেন পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে এসে কাঞ্চন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হলেন অক্সিজেন সিলিন্ডার। আর আমাদের দলটা অক্সিজেন পার্লার। সেইজন্য যাঁদেরই অন্য দলে থেকে দমবন্ধ লাগছে তাঁরাই এই দলে পা বাড়াচ্ছেন। যাঁরা অক্সিজেনের খোঁজে অন্য দলে গিয়েছিলেন তাঁরা খাবি খাওয়া মাছের মতো এই দলে ফিরতে চাইছেন।” সম্প্রতি, ‘বেসুর’ বাজতে শুরু করেছেন প্রবীর ঘোষাল। রাজীব ঘনিষ্ঠ প্রবীর ফের তৃণমূলে (TMC) ফিরে যেতে পারেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সদ্যই সপুত্র দলে ফিরেছেন মুকুল রায়। এ প্রসঙ্গে, তৃণমূলের তারকা বিধায়ক এদিন বলেন, “বস ইজ় অলওয়েজ রাইট। অন্য দলে অক্সিজেন নেই। যাঁরা ফিরে এসেছেন বা আসতে চাইছেন তাঁরা কেন এসেছেন আমি জানিনা। তবে, চ্য়ালেঞ্জ করে এ কথা বলতে পারি তৃণমূলে যে অক্সিজেন আছে তা অন্য কোনও দলে নেই। মুকুলবাবু অনেক প্রবীণ নেতা। বাকি কে কী করবেন না করবেন তা মমতাদি আর উচ্চ নেতৃত্ব ঠিক করবে। তবে কী, কোনও সৎ ছেলে যদি একদিনের জন্য বাড়ির বাইরে গিয়ে মদ্যপান করে আসে তবে সে যতই সৎ হোক ওই একদিনের দাগটা থেকেই যায়।”

নির্বাচন আবহে, ‘দলে থেকে কাজ করতে পারছেন না’ এমন দাবি করে দল ছেড়েছিলেন প্রবীর ঘোষাল। তাঁর বদলেই উত্তরপাড়ায় বিধায়ক প্রার্থী করা হয় কাঞ্চনকে (Kanchan Mallick)। প্রচারে বেরিয়েই কাঞ্চন বলেছিলেন, “যাঁরা যাঁরা দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, ২মে-এর পর তাঁরাই কান ধরে ফিরে আসতে চাইবেন।” নিঃসন্দেহে, তারকার তোপের নিশানায় তখন ছিলেন সদ্য দলবদলু নেতা ও প্রতিপক্ষ প্রবীর ঘোষাল। রবিবার তাই প্রবীর ঘোষাল দলে ফিরতে পারেন এই জল্পনা প্রসঙ্গে পরিষ্কার তারকা বিধায়ক বলেন “নো কমেন্টস। আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমি সামান্য কর্মী মাত্র। আমার কাজ আমি করব।রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, রাজীবের পিছু পিছু প্রবীর দলে ফিরলে তৃণমূলের গোষ্ঠী সংঘাত বাড়তে পারে। তবে, সে ক্ষেত্রে শাসক শিবির কী পদক্ষেপ করে সেটাই দেখার।

আরও পড়ুন: ‘শুধু রাজীব-কুণাল কি বুদ্ধিমান, আমরা সব গরু-ছাগল!’, তোপ কল্যাণের