কলকাতা: বিরোধীদের অভিযোগকে মান্যতা দিয়ে ভোটের আগেই রাজ্যে আরও বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Para Military Force) মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, রাজ্যে আরও ১৭০ কোম্পানি আধাসেনা এসে পৌঁছতে চলেছে। ফলে ভোট শুরু হওয়ার আগেই রাজ্যে আধাসেনার সংখ্যা বেড়ে হল ২৯৫।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ক্রমশ বৃদ্ধি করছে তৃণমূল। যদিও ভোট ক্যালেন্ডার প্রকাশ পাওয়ার আগেই ১২৫ কোম্পানি বাহিনীর কথা ঘোষণা করা হয়েছিল। এ বার আগামী ৮ মার্চের মধ্যে আরও ১৭০ কোম্পানি এসে পৌঁছবে। আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, রাজ্যে যে ১২৫ কোম্পানি বাহিনী এসে গিয়েছে তাদের বিন্যাস সম্পূর্ণভাবে বদলে ফেলা হচ্ছে।
বাহিনী মোতায়েনের নতুন বিন্যাসে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে। এ ছাড়াও কলকাতা এবং মুর্শিদাবাদে আধাসেনার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এই বাহিনীকে যাতে রাজ্যের সকল জেলায় সমানভাবে বণ্টন করে দেওয়া যেতে পারে তা নিশ্চিত করতেই অতিরিক্ত আধাসেনা আনা হচ্ছে বলে খবর।
আরও পড়ুন: ‘প্রবীণদের নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে বিজেপি’, নিমতা কাণ্ডে বিস্ফোরক সুব্রত, চিঠি নির্বাচন কমিশনকে