বোমায় আহত তৃণমূল পঞ্চায়েত সদস্য, পরিবার বলছে গোষ্ঠীকোন্দল, আহতর মুখে কংগ্রেসের নাম

Jan 05, 2021 | 12:22 PM

পরিবারের অভিযোগ, জলঙ্গির শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। যদিও আহত সিরাজুল হাসপাতালের বেডে শুয়ে এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেসের দিকে।

বোমায় আহত তৃণমূল পঞ্চায়েত সদস্য, পরিবার বলছে গোষ্ঠীকোন্দল, আহতর মুখে কংগ্রেসের নাম
আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য

Follow Us

মুর্শিদাবাদ: তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি তিনি। পরিবার বলছে গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা আর হাসপাতালের বেডে শুয়ে তৃণমূল নেতা আঙুল তুলছেন কংগ্রেসের দিকে। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিেদাবাদের (Murshidabad) জলঙ্গিতে।

জলঙ্গির ফরিদপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সিরাজুল শেখ সোমবার রাত পৌনে বারোটা নাগাদ বাড়ির পাশেই আক্রান্ত হন বলে দাবি পরিবারের। জানা গিয়েছে, তিনি সেসময় ঘর থেকে বেরিয়ে পাশে শৌচালয়ে যাচ্ছিলেন। তখনই বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। পরিবারের সদস্যরা সিরাজুলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

পরিবারের অভিযোগ, জলঙ্গির শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। যদিও আহত সিরাজুল হাসপাতালের বেডে শুয়ে এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেসের দিকে।

আরও পড়ুন: ‘আমাদেরও বোকামি হয়েছে আসল সত্যটা বুঝতে পারিনি’, কিসান নিধিতে সায় মমতার

যদিও কংগ্রেসের পাল্টা অভিযোগ, শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই আক্রমণ। এর সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জলঙ্গিতে ব্লক সভাপতি রাকিবুল ইসলাম রকির অনুগামীদের সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি আরিফ বিল্লার অনুগামীদের দ্বন্দ্ব। সোমবার সন্ধ্যাতেও জলঙ্গির সামনে দুই গোষ্ঠীর শক্তি প্রদর্শন হয় বলে অভিযোগ। তারপর রাতে এই বোমাবাজির ঘটনা। সন্ধ্যার ওই ঘটনার সঙ্গে সিরাজুলের ওপর হামলার কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।

Next Article