1 crore lottery: বাজার করতেই গিয়েই কপালে উঠল চোখ, পকেটে থাকা টিকিটেই রাতারাতি কোটিপতি রাজমিস্ত্রি

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

May 29, 2022 | 3:30 PM

1 crore lottery: সকালে দোকানে যেতেই চমকে গেলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের কাঁকরিয়া গ্রামের মনসুর শেখ। পকেটে থাকা টিকিটেই কোটিপতি হয়ে গেলেন রাতারাতি।

1 crore lottery: বাজার করতেই গিয়েই কপালে উঠল চোখ, পকেটে থাকা টিকিটেই রাতারাতি কোটিপতি রাজমিস্ত্রি
ছবি - এক টিকিটেই রাতারাতি কোটিপতি

Follow Us

রঘুনাথগঞ্জ: রাতারাতি কোটিপতি(Crorepati) হওয়ার স্বপ্ন অনেকেই দেখে। কিন্তু, স্বপ্ন আর বাস্তবের মধ্যে রয়েছে বড় ফারাক। কেউ বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে, কেউ টাকা রাখেন মিউচুয়াল ফান্ডে। কিন্তু, লটারি(Lottery) কেটেই রাতারাতি বড়লোক হয়ে গেলেন মুর্শিদাবাদের রাজমিস্ত্রি (mason of Murshidabad)। মাত্র দেড়শো টাকার লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গেলেন মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের কাঁকরিয়া গ্রামের মনসুর শেখ নামের এক রাজমিস্ত্রি। জানা গিয়েছে, তিনি আসানসোলে রাজমিস্ত্রির কাজ করেন। তিন দিন আগে বাড়ি ফিরেছেন তিনি। 

বাডি ফেরার পর শুক্রবার সন্ধ্যা বেলায় ঘুরতে যান বাড়ির কাছের বাজারে। সেখানেই ঝোঁকের মাথায় দেড়শো টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনেন। যদিও তখনও তিনি স্বপ্নেও ভাবেননি একটি টিকিটই বদলে দিতে চলেছে তাঁর গোটা জীবন। শনিবার সকালে ফের বাজারে যেতেই চোখ কপালে ওঠে তাঁর। যে দোকানে লটারির টিকিট কেটেছিলেন সেখানেই যেতেই দেখেন যে টিকিটের নম্বরে এক কোটি টাকা পড়েছে সেটিই রয়েছে তাঁর পকেটে। খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে ছুটে আসেন। গোটা ঘটনা খুলে বলেন বাড়ির সকলের কাছে। খুশির জোয়ারে ভেসে যায় গোটা পরিবার। এদিকে বিগত কয়েক মাসে নাগাল্যান্ড ডিয়ার লটারি কেটে ভাগ্য ফিরেছে বাংলার বহু প্রান্তিক মানুষের। এমনকী লাগাতার কোটিপতি হওয়ার খবরে লটারি বিক্রির পরিমাণও আগের থেকে অনেকটাই বেড়েছে বলে জানান লটারি বিক্রেতারাও। এদিকে মুর্শিদাবাদের রাজমিস্ত্রির কোটিপতি হওয়ার খবরে জোর চর্চা শুরু হয়েছে জেলাজুড়েই।

এদিকে কোটি টাকার লটারি পেয়ে উচ্ছ্বসিত মনসুর শেখ প্রথমেই নিজের বাড়ি মেরামতির দিকে জোর দেবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে ছেলেমেয়েদের উচ্চশিক্ষার পিছনেও খরচের পরিকল্পনা রয়েছে তাঁর। তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কিনবেন জমি-জায়গাও। এদিকে মনসুরের ভাগ্য ফেরার খবরে খুশির হাওয়া রঘুনাথগঞ্জেও। 

Next Article