মুর্শিদাবাদ: বেড়াতে যাওয়ার সময় গাড়িতে লরির ধাক্কা। মৃত্য়ু হল চারজনের। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার ভাঙাসাঁকো এলাকায়। আহত হয়েছেন চার থেকে পাঁচজন। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিস। অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আপডেট: সৌরভকে দেখতে কলকাতায় দেবী শেঠি
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর পাঁচটা নাগাদ রানাঘাট থেকে একটি বোলেরো গাড়িতে হাজারদুয়ারি বেড়াতে যাচ্ছিলেন ৮-৯ জন। অন্যদিকে বেলডাঙা থেকে নদিয়ার দিকে যাচ্ছিল একটি লরি। ভাঙাসাঁকো এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সজোরে ধাক্কা মারে বোলেরোটিকে। বিকট শব্দে রাস্তার এক পাশে গিয়ে পড়ে বোলেরোটি। ঘটনাস্থলেই মারা যান চারজন।
আরও পড়ুন: নতুন স্ট্রেনের দাপাদাপি, ব্রিটেনে ফের জাতীয় লকডাউন
বাকিদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিসের অনুমান, একদিকে কুয়াশায় ঝাপসা চারপাশ, অন্যদিকে গাড়ির অতিরিক্ত গতি। এই দুইয়ের কারণেই দুর্ঘটনা।