Murshidabad death: পেটের টানে একমাস আগেই গিয়েছিলেন ভিনরাজ্যে, দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া ফরাক্কায়

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 11, 2023 | 10:39 AM

Murshidabad death: ফরাক্কার বিভিন্ন জায়গার মোট ১৪ জন যুবক বিশাখাপত্তনমে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Murshidabad death: পেটের টানে একমাস আগেই গিয়েছিলেন ভিনরাজ্যে, দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া ফরাক্কায়
মৃতের পরিবার
Image Credit source: TV9 Bangla

Follow Us

ফরাক্কা: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারালে বাংলার যুবক। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পাওয়ার প্লান্টের কাজ করতে গিয়ে ঘটে মর্মান্তিক ঘটনা। টিঙ্কু শেখ ও সাফিরুল শেখ নামে মুর্শিদাবাদের দুই বাসিন্দার মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তাঁদের পরিবারের দাবি, সংসার চালানোর জন্যই ভিনরাজ্যে কাজ নিয়ে মাস খানেক আগেই বিশাখাপত্তনমে গিয়েছিলেন তাঁরা। এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে দুই পরিবার।

টিঙ্কু শেখের বাড়ি ফরাক্কার ঘোলাকান্দিতে আর সাফিরুলের বাড়ি ফরাক্কার আলিনগর গ্রামে। দুই যুবকের মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবার। শোকের ছায়া নেমে আসে গ্রামে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন এক মাস আগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে সীমান্দ্রি এনটিপিসি পাওয়ার প্লান্টে কাজ করতে গিয়েছিলেন ফরাক্কার মোট ১৪ জন যুবক। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবারও কাজ করতেন তাঁরা। কেবিলের কাজ করার সময়ই দুর্ঘটনা ঘটে।

ওইদিন দুপুরে কেবিল সেটিংসের কাজ করছিলেন চার যুবক। বেশ কিছুটা উঁচুতে কাজ করার সময় চারজন যুবক হঠাৎ নীচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় টিঙ্কু শেখের। গুরুতর আহত অবস্থায় অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। হাসপাতালেই মৃত্যু হয় সাফিরুল শেখের। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। ময়নাতদন্তের পর শুক্রবার দুই যুবকের দেহ বাড়ি নিয়ে যাওয়া হবে।

Next Article